শেষ আপডেট: 10th March 2025 22:10
দ্য ওয়াল ব্যুরো: রঙের উৎসব দোল (Holi)। সারা বছর অপেক্ষা থাকে প্রায় সকলের। রঙিন আবির আর হাসি-আনন্দের মাঝে ডুবে যেতে ভালবাসেন আট থেকে আশি। বাজারে সহজলভ্য আবিরে বিপজ্জনক রাসায়নিক থাকতে পারে, যা ত্বকের জন্য ক্ষতিকর। রং খেলার পর অনেকেরই র্যাশ, চুলকানি, ত্বকে জ্বালাভাব বা চোখে সমস্যা দেখা দিতে পারে। আর কদিন পরই দোল। এইসব সমস্যা এড়াতে কী করবেন, জেনে নিন।
চিকিৎসকরা বলছেন, দোল উৎসবে মাতুন কিন্তু কয়েকটা ছোট্ট জিনিস মাথায় রাখুন। বাড়ির বাচ্চা ও বয়স্কদের বাড়তি যত্ন নিন এবং আগাম কিছু প্রস্তুতি নিয়ে ফেলুন।
ভেষজ আবির ব্যবহার করুন
দোল উৎসবে সামিল হোন কিন্তু এটি প্রাথমিক সর্ত। রাসায়নিকযুক্ত রঙের বদলে ভেষজ আবির ব্যবহার করা। যদিও এটি বাজারের সাধারণ আবিরের তুলনায় একটু ব্যয়বহুল, তবে ত্বকের জন্য নিরাপদ। কেনার আগে নিশ্চিত হয়ে নিন যে আবির সত্যিই ভেষজ কি না।
ত্বকে তেল বা ভেসলিন মাখুন
রং খেলার আগে সারা গায়ে ভাল করে নারকেল তেল, অলিভ অয়েল বা সরষের তেল মেখে নিন। এতে ত্বকের ওপর একটা স্তর পড়বে, যার ফলে রং ত্বকে মিশে যাবে না সহজে।
ব্রণ থাকলে তেল এড়িয়ে চলুন
যদি মুখে ব্রণ থাকে, তাহলে একদমই তেল ব্যবহার করবেন না। পরিবর্তে তেলবিহীন মশ্চারাইজার লাগান, যা ত্বকের জন্য উপকারী হবে।
সানস্ক্রিন ব্যবহার করুন
রং বাড়ির বাইরে মাখা হয় সাধারণত। তাই সানস্ক্রিন মাস্ট। ওয়াটারপ্রুফ সানস্ক্রিন বেছে নিন, সঙ্গে কয়েক ফোঁটা বেবি অয়েল মিশিয়ে নিন। এতে ত্বকের ক্ষতি কম হবে এবং ত্বক শুষ্ক হয়ে যাবে না।
ঢিলেঢালা পোশাক পরুন
এমন পোশাক পরুন, যা শরীরের বেশির ভাগ অংশকে ঢেকে রাখবে। এতে সরাসরি ত্বকে রং লাগার সম্ভাবনা কম থাকবে।
রং খেলার পর দ্রুত পরিষ্কার করুন
রং মেখে রোদে বিশেষ করে বেশিক্ষণ থাকবেন না। খেলা শেষে যত দ্রুত সম্ভব ত্বক থেকে রং ধুয়ে ফেলুন। বেশি সময় ধরে ত্বকে রং থাকলে ক্ষতি হতে পারে।
স্নানের পর মশ্চারাইজার লাগান
রং খেলার পর ভাল মশ্চারাইজার ব্যবহার করুন, যাতে ত্বক শুষ্ক হয়ে না যায়।
দোলের সময় কোন বিষয়গুলি এড়িয়ে চলবেন?
বিশেষজ্ঞদের মতে, এই সময় ত্বকের কিছু বিশেষ ট্রিটমেন্ট করা একদমই উচিত নয়। যেমন-