শেষ আপডেট: 14th March 2025 20:08
দ্য ওয়াল ব্যুরো: দিনভর রং খেলা হল। জমিয়ে খাওয়া দাওয়া হল। দুপুরে ভাতঘুম বা ডিজের তালে নাচাও প্রায় শেষ। এবার আয়নায় মুখ দেখেই বিরক্তি শুরু? উঠছে না জেদি রং? কারও আবার আগামীকাল অফিসও রয়েছে। মুশকিল আসান হবে কয়েক মিনিটে। ঘরোয়া টোটকাতেই রয়েছে ম্যাজিক।
বাজারে পাওয়া বেশিরভাগ রঙেই থাকে ক্ষতিকর রাসায়নিক। এমনকি ভেষজ রঙের গুণমান নিয়েও সন্দেহ থেকে যায়। দীর্ঘ সময় রং লেগে থাকলে স্কিন ড্রাই হয়ে যেতে পারে। সঙ্গে ব়্যাশ বা অ্যালার্জির সমস্যাও হতে পারে। তাই রং খেলার পর সঠিক উপায়ে ত্বকের যত্ন নেওয়া জরুরি।
ঘরোয়া উপায়ে রং তোলার সহজ টিপস-
ব্লিচ করলে ত্বকের রং খানিকটা ফিরে আসার সম্ভাবনা থাকে। প্রাকৃতিক ব্লিচিং হিসেবে পাতিলেবু রস ব্যবহার করা যেতে পারে। রং লাগা অংশে লেবুর রস লাগিয়ে ১৫ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
কাঁচা দুধে রয়েছে ম্যাজিক। একটু তুলো কাঁচা দুধে ভিজিয়ে মুখ বা হাত পরিষ্কার করুন। এতে রং সহজেই উঠে যাবে, পাশাপাশি ত্বক থাকবে নরম ও মসৃণ।
বানিয়ে ফেলুন ঘরোয়া প্যাক
নরমাল স্কিনের জন্য মধু, ক্যালামাইন লোশন ও গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করুন। ১৫ থেকে ২০ মিনিট রেখে একটু ঘষে তুলে ফেলুন। তারপর জল দিয়ে ধুয়ে নিন।
তৈলাক্ত ত্বক যাদের, তাঁরা মুলতানি মাটি, গ্লিসারিন ও সামান্য নুন মিশিয়ে একটি প্যাক তৈরি করে লাগিয়ে নিন। একইভাবে ঘষে তুলে ধুয়ে ফেলুন।
আর যাদের ড্রাই স্কিন, তাঁরা ময়দা, দুধ ও গ্লিসারিন একটি পাত্রে মিশিয়ে মেখে নিন মুখে। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
স্ক্রাবিং তৈরি হতে পারে রান্নাঘরে থাকা উপাদান দিয়েই
সমপরিমাণ বেসন ও চালের গুঁড়োর সঙ্গে সামান্য হলুদ ও গোলাপ জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এটি মুখে লাগিয়ে ফেলুন। শুকিয়ে গেলে হালকা হাতে ঘষুন। এটি স্ত্রাবিংয়ের কাজ করবে এবং ত্বক পরিষ্কার হবে। ব্রণ থাকলে কমলালেবুর খোসা, দুধ, মুসুর ডাল ও বাদামের প্যাক ব্যবহার করুন, যা ত্বকের উজ্জ্বলতাও বাড়াবে।
দোলের পর স্কিন ড্রাই হয়ে যায়। তাই এক চা চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে কলা, চন্দনগুঁড়ো, গোলাপের পাপড়ির গুঁড়ো, এক চিমটে হলুদ ও টক দই মিশিয়ে প্যাক তৈরি করুন। মুখ ও গলায় লাগিয়ে আধ ঘণ্টা রেখে দিন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বক সতেজ থাকবে।