শেষ আপডেট: 10th September 2024 14:12
দ্য ওয়াল ব্যুরো: লিপস্টিকের প্রতি ভালবাসা নেই এমন মহিলার সংখ্যা হাতেগোনা। বিভিন্নরকম জামার সঙ্গে লিপশেড ম্যাচ করে পরলে দেখতে মন্দ লাগে না। ডেটে যাওয়া হোক বা পুজোয় ঘুরে বেড়ানো, সঠিক লিপস্টিকের ব্যবহার বদলে দিতে পারে গোটা লুকই। কিন্তু বাজার চলতি যা হোক লিপস্টিক কিনলে ভেস্তে যেতে পারে সাজগোজ। ঠোঁটের জাদুতে মন ভোলাতে চাইলে বেছে নিন সঠিক লিপস্টিক।
আপনি কি কার্দাশিয়ান ফ্যান? দারুণ লাগে ওঁর লিপশেডস? আপনিও পারবেন সেই লিপশেড পরে পার্টি রেডি হতে। তার জন্য আপনি বেছে নিতে পারেন ম্যাক-এর বিভিন্ন লিপস্টিক রেঞ্জ। শেডের মধ্যে 'ভেলভেট টেডি' হতে পারে আপনার ফেভারিট। হাইলি পিগমেন্টেড, একবার পরলেই মনে হবে দু'টো কোট দেওয়া।
যদি ঐশ্বর্যা রাই বচ্চন হয় আপনার ফেভারিট তাহলে নিশ্চয়ই খেয়াল করেছেন বিশ্ব সুন্দরী বেশিরভাগ সময়ই রেড বা ব্রাউনের শেড ব্যবহার করেন। এই রেডের বিভিন্ন শেড, কালচে লাল, মেরুন, ক্রিমসন রেড, যেকোনও রেড শেডের জন্য আপনি বেছে নিতে পারেন কালারবারের লিপস্টিক। কালারবার পাওয়ারকিস ম্যাট লিপস্টিক কম দামে অসাধারণ। এই লিপস্টিকও ম্যাট হওয়ার পাশাপাশি হাইলি পিগমেন্টেড। যদি বোল্ড লুক চান বেছে নিতে পারেন এই রেঞ্জের প্রিটি ওম্যান বা ইট গার্ল লুক।
কর্পোরেট কোনও পার্টি আছে বা অফিসের মিটিং। একদম আলাদা লুক চাইলে কারসাজি করতেই হবে লিপস্টিকের সঙ্গে। বোরিং লিপস্টিক সরিয়ে বেছে নিতে পারেন ববি ব্রাউনের এই লিপস্টিকগুলি। ববিব্রাউন লাক্স লিপ কালার লিপস্টিক, ক্রাসড লিপ কালার বেয়ার, ব্রাইট ব়্যাস্পবেরি নারিশিং লিপ কালার, এক্সট্রা লিপ টিন্ট, শিয়ার ফিনিশ, বেয়ার মেলন। এই প্রত্যেকটাই এই জনপ্রিয় ব্র্যান্ডের বেস্ট সেলিং।
উপরের তিনটের চেয়েও কমে কোনও ভালো লিপস্টিক নিতে চাইলে বেছে নিতে পারেন ফেসেস ক্যানাডার বিভিন্ন রেঞ্জ। পকেট ফ্রেন্ডলি কিন্তু শেডগুলো অসাধারণ।