শেষ আপডেট: 2nd November 2024 20:07
দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই ভাইফোঁটা। আজ থেকে শুরু হয়ে গিয়েছে বিভিন্নরকম আয়োজন। তার মধ্যে রয়েছে পছন্দসই জামা, মেকআপ, কানের দুল আরও কত কী। কিন্তু ত্বকের জেল্লা সব সময় মেকআপ দিয়ে ফেরানো সম্ভব নয়। মেকআপে সাধারণ স্কিনটোন সামান্য উজ্জ্বল দেখাতে পারে ঠিকই। কিন্তু ত্বকের প্রাকৃতিক জেল্লা বাড়ানো কঠিন। সে নিয়ে হতাশ হওয়ার কোনও কারণ নেই।
চটজলদি ত্বকের হাল ফেরানোর অনেক উপায় রয়েছে। তাই ভাইফোঁটার আগের রাতে অর্থাৎ আজই বিশেষ কিছু নিয়ম মেনে ত্বকের যত্ন নিতে হবে। তাহলেই ভাইফোঁটার দিন সকালে একদম ঝলমল করবে ত্বক। দেখে নেওয়া যাক কী কী করতে হবে।
রাতে শুতে যাওয়ার আগে অবশ্যই মুখ পরিষ্কার করে নেয়া উচিত। এক্ষেত্রে একটি জেন্টল ক্লিনজার মুখে লাগিয়ে নিলেও ভাল হয়। তারপর ধীরে ধীরে মাসাজ করে মুখ পরিষ্কার করে নিয়ে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। সঙ্গে সঙ্গে মুখে কিছু লাগিয়ে নেওয়া উচিত নয়। পাঁচ মিনিট পরে শিট মাস্ক লাগাতে হবে।
এক্ষেত্রে বেশ কিছুক্ষণ ধৈর্য ধরে থাকতে হবে। অন্তত ২০ মিনিট। সময় হলে শিট মাস্ক খুলে ফেলতে হবে। মুখে লেগে থাকা তরল শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগেই ধুয়ে ফেললে চলবে না।
এরপরে হাইড্রেটিং সিরাম লাগিয়ে নিতে ঘুরলে চলবে না। কারণ হাইড্রেটিং সিরামে উপস্থিত উপাদান আপনার ত্বকের আর্দ্রতার মাত্রা বাড়াতে সাহায্য করবে। সেই সঙ্গে ত্বকের জেল্লাও বাড়াবে। এবার প্রশ্ন হল বাড়িতে যদি হাইড্রেটিং সিরাম না থাকে, তাহলে সেক্ষেত্রে কী করা উচিত?
এর জন্য অ্যালোভেরা জেলে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে মুখে লাগানো যেতে পারে। সেটাও হাইড্রেটিং সিরামের মতোই কাজ করবে। একটি ড্রপারের সাহায্যে কয়েক ফোঁটা হাইড্রেটিং সিরাম আপনার মুখে লাগিয়ে নিতে হবে। তারপর হাতের তালুর চাপে ধীরে ধীরে মাসাজ করতে হবে। অতিরিক্ত না ঘষাই ভাল। এই অবস্থায় রাতে শুয়ে পড়লেই, পরের দিন সকালে ঝলমল করবে ত্বক।