শেষ আপডেট: 27th November 2024 10:42
দ্য ওয়াল ব্যুরো: বিনোদন জগতে ‘কে ড্রামা’র মতোই ত্বকচর্চায় এখন কোরিয়ান প্রসাধনীর রমরমা। সে দেশের রূপচর্চার বৈশিষ্ট্য হল কাচের মতো স্বচ্ছ ত্বক। ব্রণ, দাগ-ছোপহীন ত্বক চান সকলেই। কিন্তু ভারতে যে সব কোরিয়ান প্রসাধনী পাওয়া যায়, তা কেনা অনেকেরই সাধ্যের বাইরে।
কোরিয়ানদের ত্বকের জেল্লার রহস্য জানার ইচ্ছে সবার মধ্যেই রয়েছে কম-বেশি। তাঁরা কীভাবে ত্বকের যত্ন নেন এবং ঠিক কী কী নিয়ম মেনে চলেন, সেই সম্পর্কেও জানতে চান সবাই। দক্ষিণ কোরিয়ার মহিলারা একটি বিশেষ স্কিনকেয়ার রুটিন মেনে চলেন। এই কথা আজ কারও অজানা নয়।
মহিলা হোক কিংবা পুরুষ, কোরিয়ায় সকলেরই চেহারা দেখলে যেন মনে হয় আলোর ছটা বেরোচ্ছে। আর এমন ত্বক কে না চায়! এই সব সমস্যা থেকে মুক্তি দিতে বাজারে হাজির কোরিয়ান স্কিনকেয়ার ব্র্যান্ড হিলারা। ভারতে এবার খুব সহজেই কোরিয়ান প্রসাধনী পাওয়া যাবে। হিলারা কোর ব্রাইটনিং ফ্লুইড এবং হিলারা ফার্মিং অ্যাম্পুল, এই দু'টি প্রোডাক্ট বাজারে আনা হল।
কোরিয়া ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বহুদিন ধরে গবেষণার পরে এই প্রসাধনী তৈরি করেছে। এই ক্রিমে মাইক্রোঅ্যালগাল এবং ফুকোক্সানথিনের মতো বিশেষ বিশেষ উপাদান ব্যবহার করা হয়েছে। এতে কাচের মতো চকচকে মসৃণ ত্বকে এক ছিটেফোঁটাও দাগ থাকবে না।
সংস্থাটির মতে, প্রতিটা প্রোডাক্ট মানুষের উপর ক্লিনিক্যালি পরীক্ষা করা হয়েছে। এটি সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত। ত্বকের জেল্লা বাড়াতে এটি বিশেষ ভূমিকা পালন করবে। সেই সঙ্গে ত্বকের এক্সফোলিয়েশন করে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে।