শেষ আপডেট: 23rd October 2024 11:47
দ্য় ওয়াল ব্যুরো: চারদিনের পুজোর শেষে মন খারাপ তো হয়ই। তবে সেই মনখারাপ অনেকটাই ঢেকে দেয় বিজয়ার বৈঠক। কোলাকুলি, মিষ্টিমুখ ছাড়া কী আর বিজয়া সেই। এসব যেতে না যেতেই এসে পড়ে লক্ষ্মী পুজো। আর তার মাত্র কয়েকদিন পরই কালীপুজো, সেই সঙ্গে দীপাবলি। সেই সঙ্গে প্ল্যানিং শুরু হয়ে যায়, কেমনভাবে সাজগোজ হবে আলোর উৎসবে।
কোন রঙের শাড়ির সঙ্গে কী রকম গয়না পরলে ভাললাগবে, তা নিয়ে শুরু হয়ে যায় ভাবনা চিন্তা। অথচ এই একটা দিন সুন্দর করে না সাজলে হয় নাকি! তাই সাজার আগে জেনে নেওয়া দরকার কয়েকটা টিপস। যাতে দীপাবলির সাজগোজে কোনও রকম কমতি না থাকে।
আলোর উৎসবের সঙ্গে মানানসই রঙের পোশাক বেছে নিতে হবে। বিভিন্ন উজ্জ্বল রং যেমন লাল, কমলা, গোলাপি, হলুদ, সবুজ, নীল এসবের চাহিদা থাকে তুঙ্গে। প্রয়োজনে কালো এড়িয়ে চলাই ভাল। শাড়ি, সালোয়ার, কুর্তি, লেহঙ্গা কেনার আগে মাথায় রাখতে হবে এসব ছোট্ট জিনিস।
ইদানিং ফ্যাশনে এই গোলাপি রং বেশ চলছে। তাই এই রঙের একটি শাড়ি পরা যেতেই পারে। এর সঙ্গে রাখতে পারেন কানে ঝকঝকে ঝুমকো। তাছাড়া সিক্যুইনের কাজ দীপাবলিতে দেখতে বেশ লাগে।
যদি স্লিভলেস ব্লাউজে সাবলীল মনে হয়, তাহলে অবশ্যই স্লিভলেস ব্লাউজ আর ঝুমকোর সঙ্গে স্টাইলিং করা যেতে পারে। এতে বেশ নজর কাড়া দেখতে লাগবে। এই রঙের সালোয়ার বা লেহঙ্গাও দেখতে বেশ লাগে। তাই এমন নীল রঙের সিল্ক সিলভারের গয়না দিয়ে পরতে পারেন।
কালো রং এড়িয়ে যাওয়ার কারণ হল এই ঝলমলে আলোর উৎসবে যে কোনও উজ্জ্বল রঙই দেখতে ভাললাগে। দীপাবলি আলোর উৎসব, আর তাই এমন দিনে সিন্থেটিক বাদে অন্য কিছু পরাই বুদ্ধিমানের কাজ। সিল্ক, জর্জেট, শিফন এসব শাড়িই বেছে নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে বাজি থেকে নিজেকে দূরে রাখতে হবে।