Jacqueline Fernandez's Beauty Secrets
শেষ আপডেট: 24th January 2025 19:47
দ্য ওয়াল ব্যুরো: শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজের সৌন্দর্য নিয়ে বলিউডে সবসময়ই আলোচনার ঝড় ওঠে। তাঁর ঝলমলে চুল, উজ্জ্বল ত্বক এবং মুগ্ধকর ব্যক্তিত্ব অনেকের কাছেই অনুপ্রেরণা। তবে এই গ্ল্যামার রূপচর্চার দামি জিনিসে নয়, বরং রান্নাঘরের সাধারণ উপাদানে লুকিয়ে আছে।