শেষ আপডেট: 21st October 2024 19:55
দ্য ওয়াল ব্যুরো: পুজো যেতে না যেতেই আবহাওয়া বদলাতে শুরু করেছে। সন্ধের পর থেকেই শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। শীত আসতে এখনও বেশ কয়েকদিন বাকি। তবে এখন থেকেই ত্বক খসখসে হতে শুরু করেছে। স্নানের পর তেল বা বডি লোশন না মাখলে ত্বকে টান ধরছে। এবার কয়েকটা দিন পর থেকেই ঠোঁট ফাটতে শুরু করবে। এই সব সমস্যার সমাধান কোথায়?
শীত পড়ার আগে থেকেই ত্বক শুকিয়ে যাচ্ছে। এখন থেকে ত্বকের যত্ন না নিলে, পরবর্তী সময়ে সমস্যা আরও বাড়তে পারে। শুষ্ক ত্বকে চুলকানি, চামড়া ওঠার সমস্যা দেখা দেয়। এমন ত্বকের সমস্যা এড়াতে চাইলে এখন থেকে ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। তবে তার জন্য প্রচুর টাকা খরচ করতে হবে না। বাড়িতেই রয়েছে এই সমস্যার সমাধান।
দুধের লোশন
ত্বক ভাল রাখতে শীত আসার আগে নিয়ম করে দুধ মাখা যেতে পারে। দুধের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড। সেই অ্যাসিড মরা কোষ এক্সফোলিয়েট করতে সাহায্য করে। এতে ত্বকের আদ্রতা বজায় থাকে। তবে তার জন্য দুধের লোশন বানিয়ে নেওয়া যেতে পারে। কীভাবে এই লোশন বানাতে হয়, তা দেখে নেওয়া যাক।
প্রথমে ঈষদুষ্ণ গরম দুধ নিতে হবে। এতে ১ চামচ গ্লিসারিন, ১/৪ চামচ সোডা, ১/৪ চামচ বোরক্স মিশিয়ে দিতে হবে। এবার এই মিশ্রণটি ১ ঘণ্টা রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য। স্নান করতে যাওয়ার আগে শুষ্ক ত্বকের উপর মালিশ করতে হবে এই বানানো লোশন। ১৫ মিনিট মতো রেখে ঈষদুষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
এর সঙ্গে চাইলে ক্লিনজারও ব্যবহার করা যেতে পারে। ত্বকের খেয়াল রাখতে নিয়মিত ত্বক পরিষ্কার করতে হবে। তাই এমন কোনও ক্লিনজার ব্যবহার করা উচিত না, যা ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে দেয়। এর জন্য বাড়িতেই ৩/৪ কাপ গোলাপ জল, ১/৪ কাপ গ্লিসারিন, ১ চামচ ভিনিগার ও ১/৪ চামচ মধু একসঙ্গে মিশিয়ে নিয়ে তা মুখে লাগিয়ে নেওয়া যেতে পারে।