শেষ আপডেট: 18th October 2024 19:04
দ্য ওয়াল ব্যুরো: শীত আসতে এখনও অনেকটা দেরি। তার আগেই স্ক্যাল্পে খুশকি দেখা দিতে শুরু করেছে? এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সহজে সম্ভব নয়। তার জন্য অনেকে অনেক রকম শ্যাম্পু, ক্রিম, তেল বাজার থেকে কিনে এনে লাগিয়ে নেন। এতে যে সব সময় সমস্যার সমাধান হয়, তা নয়। তাই টাকা খরচ না করে সহজেই বাড়িতে নেওয়া যাবে একটি তেল।
এতে যে চুলের সমস্যা কমবে, এ নিয়ে কোনও দ্বন্ধ নেই। আয়ুর্বেদ মতে, ভৃঙ্গরাজ তেল ব্যবহার করলে আর কোনও হেয়ার অয়েলের প্রয়োজন নেই। ভৃঙ্গরাজ তেল ব্যবহার করলে চুলের বৃদ্ধি ঘটে। শুধু তাই নয়, সেই সঙ্গে চুল পড়ার সমস্যা কমায় ভৃঙ্গরাজ তেল।
দীর্ঘদিন ধরে খুশকির সমস্যায় ভুগলে এই তেল ম্যাজিকের মতো কাজ করবে। এই তেল স্ক্যাল্পে মালিশ করলে রক্ত সঞ্চালন উন্নত হয়, চুলের ফলিকল পুষ্টি পায় এবং চুলের স্বাস্থ্য অনেক ভাল হয়। উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে ভৃঙ্গরাজ তেল।
অল্প বয়সেই চুলে পাক ধরেছে?
অনেক সময় বয়সের আগেই চুল সাদা হতে শুরু করে। এটা বর্তমানে সাধারণ সমস্যায় পরিনত হয়েছে। তার একটি বিশেষ কারণ হল দূষণ। এই সমস্যা থেকে মুক্তি পেতে ভৃঙ্গরাজ তেলের সাহায্য নেওয়া যেতে পারে। তাছাড়া ভৃঙ্গরাজ তেল চুলে মেলানিনের উৎপাদন বাড়ায়। এতে খুব সহজেই চুল সাদা হয়ে যায় না। অনেকদিন পর্যন্ত কালো চুল পেতে চাইলে এই তেল মাখার অভ্যাস করতে হবে।
শীতকালে খুশকির সমস্যা খুব সাধারণ। ভৃঙ্গরাজ তেলে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। নিয়মিত মাথায় ভৃঙ্গরাজ তেল মাখলে এই ধরনের যে কোনও সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া সম্ভব। চুলের শুষ্কভাব প্রতিরোধ দুর্দান্ত কাজ করে ভৃঙ্গরাজ তেল। এই তেল ব্যবহারের করলে আপনি পেয়ে যাবেন ঘন, মজবুত ও সুন্দর চুল।