শেষ আপডেট: 11th January 2025 19:52
দ্য ওয়াল ব্যুরো: শীতকাল মানেই খুশকির সমস্যা। আর সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া মোটেই সহজ কাজ নয়। খুশকির জন্য চুল পড়া, স্ক্যাল্ফে সংক্রমণ এবং চুল রুক্ষ হয়ে যাওয়ার মতো নানা সমস্যার সৃষ্টি করতে পারে। এই সমস্যা উপেক্ষা করলে তা দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হতে পারে। যদিও বাজারচলতি অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পুগুলি কিছুটা সাহায্য করে, তবুও সেগুলি খুশকি পুরোপুরি দূর করতে পারে না। তবে এই সমস্যার সমাধানে রসুন একটি প্রাচীন ঘরোয়া উপায় হিসাবে দারুণ কার্যকরী।
রসুনের মধ্যে থাকা অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহবিরোধী উপাদানগুলি খুশকির বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। তবে সরাসরি রসুন ব্যবহার করলে ত্বকে জ্বালাভাব হতে পারে। তাই এটি অন্যান্য উপাদানের সঙ্গে মিশিয়ে ব্যবহার করাই ভাল। কীভাবে বানাবেন দেখে নিন।
১) রসুন তেল ও জলপাই তেল
দুই চামচ রসুন তেলের সঙ্গে পাঁচ চামচ জলপাই তেল মিশিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করুন। ২০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
২) রসুন তেল ও নারকেল তেল
দুই চামচ রসুন তেলের সঙ্গে চার চামচ নারকেল তেল মিশিয়ে হালকা গরম করুন। এরপর মাথার ত্বকে ভালভাবে ম্যাসাজ করুন এবং ২০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
৩) রসুনের পাউডার ও দই
দুই চা চামচ রসুনের পাউডার, পাঁচ চামচ দই এবং সামান্য জল মিশিয়ে মাস্ক তৈরি করুন। প্রথমে নারকেল তেল দিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করুন, তারপর এই মিশ্রণটি স্ক্যাল্পে লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।
৪) রসুন ও অ্যালোভেরা
দুই চা চামচ রসুনের রস ও চার চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে স্ক্যাল্পে লাগান। শাওয়ার ক্যাপ পরে আধ ঘণ্টা অপেক্ষা করুন, তারপর শ্যাম্পু করুন।
৫) রসুন, মধু ও লেবু
দুই চামচ রসুন তেল, এক চামচ মধু, এবং দুই চামচ লেবুর রস মিশিয়ে মাথার ত্বকে লাগান। ২০ মিনিট শাওয়ার ক্যাপ পরে রেখে ধুয়ে ফেলুন।