শেষ আপডেট: 25th September 2024 17:59
দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশকের গোড়ায় কুমার শানুর একটা পুজো অ্যালবাম জনপ্রিয় হয়েছিল। সেই পুজোয় কলকাতায় হেন প্যান্ডেল ছিল না, যেখানে ‘প্রিয়তমা মনে রেখো’ গানটি বাজেনি। অরূপ-প্রণয়ের সুরে ওই অ্যালবামে পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা আরও একটি গান এখনও সুপারহিট—'ও চোখে আমার শুরু আর শেষ/আমারই জীবন আর আমারই মরণ...।’
প্রেম আর রোমান্সে মেয়েদের চোখের মাহাত্ম্য যে কতটা, তা পৃথিবীর সব ভাষায় গানে-কবিতায় বারবার ফিরে এসেছে। তবে পুলক বন্দ্যোপাধ্যায় চোখের বর্ণনার পরেই সেই গানে যে কথাটা লিখেছিলেন, তা যেন এখানে প্রাসঙ্গিক—‘একই আকাশে দেখেছি গো আমি পূর্ণিমা চাঁদ আর চন্দ্রগ্রহণ...।’
লিভড ইন আইলাইনারের ব্যাপারটা অনেকটা সে রকমই। সেখানে গ্রহণও আছে, উজ্জ্বল চাঁদও রয়েছে। চোখের উপরের পাতা আর নীচের পাতার গোড়া থেকে যে লাইন শুরু হবে তা উপরের দিকে ক্রমশ মিশে যাবে। আইলাইনারের পেন্সিল দিয়ে তাই একটানে চোখ আঁকা যাবে না। বরং চোখের পাতার গোড়ায় ঘনঘন ডট দিয়ে উপরের দিকে সামান্য টানতে হবে। তার পর আঙুল দিয়ে বা কটন বাড দিয়ে উপরের দিকে হালকা তুলে দিতে হবে কালো আভার মতো। যেন সকালের ঘুম ভেঙে ওঠা চোখ।
এই ফল সিজনে লিভড ইন আইলাইনার ভুবনডাঙায় ভাইরাল ট্রেন্ড। মেকআপ আর্টিস্টরা অনেকে বলেন লিভড ইন আইলাইনার হল উইং আইলাইনারের দুষ্টু বোন। যে ছটফটে এবং সবকিছু ঘেঁটে ফেলে। মানে একটু মেসি (messy)। ইন্ডি পপ সিঙ্গার বিবাডুবি যেমন এই লিভড ইন বা স্মাজড আইনলাইনারকে তাঁর আইডেনটিটি করে নিয়েছেন।
সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর নিয়ে ফল সিজন। আমাদের শরৎকাল, উৎসবের মরশুম। আসলে সামার বা গ্রীষ্ম মানেই তো হাল্কা মেক আপের সময়। এই ফল সিজন বা শরতেই মেকআপে একটু আদিখ্যেতা করা যায়। ব্রাইট, ডার্ক, ভাইব্র্যান্ট। উৎসবের মরশুমের দাবিও তাই থাকে।
তবে হ্যাঁ, কে কোথায় লিভড আই লাইনার লাগাচ্ছে, তা বলে সবাইকে সেটাই করতে হবে এমনটাও নয়। উইং লাইনার ট্রাডিশনাল। তাতেও স্মার্ট লুক আলবাত সম্ভব। সুতরাং লিভড ইন ট্রেন্ড ঠিকই— কিন্তু তা কেউ অনুসরণ করবে কিনা, সেটা তো বাকিদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ।