শেষ আপডেট: 19th September 2024 15:22
দ্য ওয়াল ব্যুরো: আর হাতে গোনা কদিন পরই দুর্গাপুজো। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্ল্যানিং অনেকেরই প্রায় শেষ। রোজকার জীবনে ট্র্যাডিশনাল পোশাক পরা না হলেও পুজো ক'টা দিন নিজের ঐতিহ্য বজায় রেখে ট্র্যাডিশনালেই ঝোঁকে বঙ্গবাসী। এই সাবেকি সাজের সঙ্গে যুতসই গয়না না হলে খালি খালি লাগে। সাবেকি কাজ, পুরনো নকশা, বনেদিয়ানার ছোঁয়া- এই সবকিছু গয়নায় না থাকলে পুজোর সাজ অসম্পূর্ণ। এমন গয়নারই সন্ধান দিচ্ছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। দেশ জুড়ে এই গয়না প্রস্তুতকারক সংস্থার ১৬৭টি শোরুম রয়েছে, পৌঁছে যেতে পারেন যেকোনও একটায়।
দুর্গাপুজো উদযাপন করতে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর ক্যাম্পেন 'অপরূপা' শুরু হয়েছে। নারীর বাহ্যিক ও অভ্যন্তরীণ সৌন্দর্য, তাঁর প্রাণচ্ছলতা এবং শক্তির উদযাপনে এই উদ্যোগ বার্তা দেবে। সন্ধা আরতি, আলপনা, ঢাকের তাল, ধুনুচি নাচ এবং সাবেকি গয়নার সঙ্গে বনেদি বাড়ির আমেজ ধরার চেষ্টা হয়েছে এই উদ্যোগে।
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ডিরেক্টর ও হেড অফ মার্কেটিং জয়িতা সেন এবিষয়ে বলেন, 'বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, দুর্গাপুজোর বনেদিয়ানা, শিল্প, বাংলার কারিগরী, মহিলাদের শক্তি, অভ্যন্তরীণ সৌন্দর্য সবই এই ক্যাম্পেনের মাধ্যমে উদযাপন করা হবে।'
টলিউডের ইশা সাহা, মধুমিতা সরকার, সৌরসেনী মৈত্র্য, স্বস্তিকা দত্ত এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। এই চারজনকেই ক্যাম্পেনের মাধ্যমে এক ছাদের তলায় আনা হয়েছে। প্রত্যেক মানুষের অভিব্যক্তি আলাদা হয়, তাই ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে একেক ধরনের গয়না।
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস বলছে এবার পুজোয় ট্রেন্ডে আছে, চোকার, সীতাহার, অ্যান্টিক গোল্ডের বিভিন্ন গয়না, ডায়মন্ড। আর সবসময়ের মতোই ট্রেনে রয়েছে রূপোর গয়নাও।
মানুষের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে নতুন নতুন গয়না বাজারে আনায় ও বাজেট ফ্রেন্ডলি গয়না সকলের কাছে পৌঁছে দেওয়ায় শেষ চার বছর ধরে টিআরএ-র মার্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। ৮৫ বছর ধরে এই ক্ষেত্রে কাজ করতে করতে আজ প্রায় ১৬৭টি শোরুম রয়েছে।
গয়না কিনতে চাইলে তাই এবার পুজোয় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস মাস্ট।