শেষ আপডেট: 9th January 2025 21:10
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছর মানে নতুন সম্ভাবনা, নতুন শুরু। আর এই বছরের প্রতিটি দিনকে উজ্জ্বল করে তুলতে কালারবার নিয়ে হাজির হয়েছে তাদের ম্যানিফেস্ট দ্য ম্যাজিক ইন ইউ (ManifestTheMagicInYou) ক্যাম্পেইন। সংস্থার দাবি, কালারবারের যেকোনও প্রোডাক্ট দিয়ে মেকআপের পর আপনিও হবেন আত্মবিশ্বাসী।
তাদের দাবি, এই ক্যাম্পেনের মাধ্যমে আপনিও নিজের মধ্যে থাকা ম্যাজিক খুঁজে পাবেন। যা কালারবার তুলে ধরবে বিশ্বের দরবারে।
কালারবারের মিরাকল ম্যাজিক গ্লো আপনাকে দেবে উজ্জ্বল এবং ঝকঝকে ত্বক। এর ময়শ্চারাইজার ও প্রাইমার ত্বক মসৃণ করবে ও অনেক্ষণ ফ্রেশ দেখাবে। যার ফলে প্রতিদিন লাগবে সুন্দর।
ক্রিস্টাল গ্লো হাইব্রিড ফাউন্ডেশন দিয়ে পাওয়া যাবে ম্যাজিকাল ফিনিশিং। ক্রিস্টাল গ্লো ফেস গ্লস ব্যবহার করে পাওয়া যাবে নিখুঁত রূপটান। এছাড়াও এই সংস্থার টেক মি অ্যাস আই অ্যাম ম্যাট লিপস্টিক ঠোঁটে লাগালে বহুক্ষণ একইরকম থাকবে। খাওয়া দাওয়া করলেও চট করে উঠে যাবে না। সম্পূর্ণ ভেগান ফর্মুলায় তৈরি এই লিপস্টিক ঠোঁটও ভাল রাখবে।