শেষ আপডেট: 27th December 2024 19:34
দ্য ওয়াল ব্যুরো: ব্লাউজ ঠিক না হলে সাজটাই মাটি হয়ে যায়। পিকচার পারফেক্ট লুকের জন্য শাড়ি, মেকআপ, গয়না যেমন জরুরি তেমনি ব্লাউজের ডিজাইন, নেক লাইন, ফিটিং গুরুত্বপূর্ণ। খুব সাধারণ ব্লাউজ তো রোজই পরা হয়, কোনও অনুষ্ঠানে বা বিয়ে বাড়িতে একটু অন্যরকম, সকলের থেকে আলাদা দেখতে না লাগলে ভাল লাগে না। রইল ব্লাউজের বেশ কিছু ডিজাইনের তালিকা।
ট্র্যাডিশনাল ডিজাইন কিন্তু রয়েছে মর্ডার্ন টাচ। এমনই কিছু ব্লাউজের আইডিয়া দিয়েছেন অহনা কৃষ্ণা। বানিয়ে পরতে পারলে আপনাকেও লাগবে ঝাক্কাস।
ফুল স্লিভ ভি নেক ব্লাউজ
দিনের বেলা কোনও বিয়ের অনুষ্ঠান বা পার্টির জন্য একটু অন্যরকম লুক চাইলে, ভি নেক ফুল স্লিভ বা ফুলহাতা ব্লাউজ বেছে নিতে পারেন। ভি নেক ব্লাউজ হেভি বাস্টের জন্য সেরা। আসে ক্লিন লুকও।
নুডল স্ট্র্যাপ ব্লাউজ
নুডল স্ট্র্যাপ ব্লাউজ দিয়ে যে কোনও শাড়ি ক্যারি করতে পারেন। কটন বা শিফন শাড়ি নুডলস ব্লাউজের সঙ্গে বেশি মানায়। একটি শিভরি শাড়ি পরলেন সঙ্গে বাই কালারের একটি নুডল স্ট্র্যাপ ব্লাউজ পরলেন। অসাধারণ দেখতে লাগবে। সঙ্গে অবশ্যই কানে বড় কোন টপ এবং চুল পনিটেল করতে হবে।
পাফ স্লিভ ব্লাউজ
পাফ স্লিভ টপ বা কুর্তা আমরা পরি। ব্লাউজ সচরাচর পরতে দেখা যায় না। যদি বাড়িতে টপ থাকে সেটাকে ব্লাউজ হিসেবে ম্যাচ করে পরা যেতে পারে। তা না হলে সুন্দর ফুল স্লিভ পাফ ব্লাউজ সঙ্গে সামনে ভি নেক বা স্কয়্যার নেক পরতে পারেন। স্লিভটা চাইলে নেট দিয়ে বানাতে পারেন। নেটের শাড়ি, শিফনের শাড়ি, অর্গ্যানজা, জর্জেট- এসব শাড়ির সঙ্গে এই ধরনের ব্লাউজ দারুণ মানাবে।
স্কয়্যার নেক ব্লাউজ
একঘেয়ে গলার ব্লাউজ না পরে একদম চৌকো গলার ব্লাউজ পরতে পারেন। সম্প্রতি এটা ফ্যাশনে ইন! শাড়ি যদি ট্রান্সপারেন্ট হয় বা কোনও লেহেঙ্গা প্যাটার্নের শাড়ি পড়তে চান তাহলে স্কয়্যার নেক ব্লাউজ দারুণ মানাবে।
পোলকা ডট ব্লাউজ
পোলকা ডট ফ্যাশনে ইন। ব্লাউজও। যে কোন সলিড কালারের শাড়ি বা পারে ভারী কাজ আছে এমন শাড়ির সঙ্গে পলকা ডট ব্লাউজ পরা যেতে পারে। পরলে দেখতে একদম অন্যরকম লাগবে।