শেষ আপডেট: 29th September 2024 16:54
দ্য ওয়াল ব্যুরো: পুজো মানেই এথনিক জামাকাপড়। সারা বছর জিন্স প্যান্টে সেলফি উঠলেও, পুজোয় একটু চুড়িদার বা শাড়ি নাহলে মন কেমন করে। দুর্দান্ত কাপড়, সূক্ষ্ম কাজ ও অসাধারণ ডিজাইনের জন্য বহু বছর ধরে এথনিক জামাকাপড়ের ক্ষেত্রে মানুষের প্রথম পছন্দ 'বিবা।' সুতির জামা, তাতে জরি বা পুঁতির কাজ, এই নকশা সম্ভবত প্রথম কলকাতায় নিয়ে আসে এই ব্র্যান্ড। আর তাতেই বাজিমাত। এই ব্র্যান্ডই পুজোর আগে নিয়ে হাজির তাদের পুজোর বিশেষ কালেকশন। যার সঙ্গে জুড়ে গিয়েছে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর নাম।
সম্প্রতি বিবার সল্টলেকের স্টোরে হল একটি অনুষ্ঠান। উপস্থিত ছিলেন অভিনেত্রী। তাঁর হাত ধরেই লঞ্চ হল এই ব্র্যান্ডের পুজোর কালেকশন। উজ্জ্বল রং, সূক্ম এম্ব্রয়েডারি, দেশের সংস্কৃতি ও পুজোর ঐতিহ্য ফুটো উঠবে এই সম্ভারের সমস্ত পোশাকে।
এবিষয়ে বিবার ম্যানেজিং ডিরেক্টর সিদ্ধার্থ বিন্দ্রা বলেন, 'এই কালেকশনের সঙ্গে ঋতাভরী জুড়ে যাওয়ায় আমরা এই নিয়ে খুবই উচ্ছ্বসিত। কলকাতা আমাদের জন্য বরাবর স্পেশাল। ফ্যাশন টিপসের জন্য ঋতাভরীকে ফলো করেন বহু মানুষ। এই কালেকশনের জন্য ঋতাভরী অনেককে সাহায্য করতে পারেন।'
আর ঋতাভরীর কথায়, 'আমি বিবার সঙ্গে ফের যুক্ত হয়ে আপ্লুত। আমি বহুদিন ধরে এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত এবং ওদের জামা কাপড় নিয়ে আমার একটা বিশ্বাস রয়েছে। আমি এই কালেকশন নিয়ে মহিলাদের সঙ্গে কথা বলব ও নিজের কিছু টিপস তাঁদের দেব।'