শেষ আপডেট: 22nd November 2024 20:52
দ্য ওয়াল ব্যুরো: শীতে ত্বক রুক্ষ হয়ে গেছে? ত্বকের জেল্লা কমে গেছে? নিমেষেই দূর হতে পারে এই সমস্যা। শুধু হাতের সামনে রাখতে হবে বডি বাটার। অন্যান্য ক্রিমের থেকে ত্বককে বেশি আর্দ্র রাখবে, ত্বকের রুক্ষতা কাটিয়ে মোলায়েম করবে ও জেল্লা ফিরিয়ে আনবে।
বাজারে হরেক রকম বডি বাটার পাওয়া যায়, কোনগুলো এই শীতে হতে পারে আপনার পরম বন্ধু, দেখে নিন।
কাপিভা ঘি কুমকুমাদি বডি বাটার
ত্বকের যত্নে আয়ুর্বেদে ভরসা? তাহলে কাপিভা ঘি কুমকুমাদি বডি বাটার হতে পারে এই শীতে আপনার সঙ্গী। তৈরি হয়েছে দাদু-ঠাকুমাদের সময়ে চলতি নিয়মে। রয়েছে রক্ত চন্দন, আমন্ড অয়েল ও ঘিয়ের মতো উপাদান। একবার মাখলে ২৪ ঘণ্টা পর্যন্ত ত্বক আর্দ্র থাকবে। তক উজ্জ্বল থাকবে ও চকচক করবে। কেকের ক্রিমের মতো দেখতে এই স্মুথ ক্রিম ত্বকে সহজেই মিশে যাবে। চ্যাটচ্যাট করার সম্ভাবনাও থাকবে না। এই ব্র্য়ান্ডের বডি বাটারে কোনওরকম সালফেট, প্যারাবিন, সিলিকন নেই। ফলে ত্বকের জন্য একদম নিরাপদ।
ট্রি হাট ২৪ আওয়ার ইন্টেন্স হাইড্রেটিং শিয়া বডি বাটার ট্রপিক্যাল ম্যাঙ্গো
এইদম প্রাকৃতিক উপায়ে তৈরি এই বডি বাটারের গন্ধেই প্রেমে পড়ে যাবেন প্রথমে। আসল শিয়া বাটার, কোকো বাটার দিয়ে তৈরি এই বডি বাটার মাখলে ত্বকের চেহারাই পাল্টে যাবে। হয়ে উঠবে নরম তুলতুলে, গ্লো করবে সবসময়। ত্বক আর্দ্র থাকবে ২৪ ঘণ্টা। খুব রুক্ষ ত্বককেও জব্দ করতে পারে এই বডি বাটার।
এম ক্যাফেইন বডি বাটার ফর ড্রাই স্কিন
শীতে অনেকেই গায়ে নারকেল তেল, অলিভ অয়েল বা বিভিন্ন ধরনের তেল মেখে থাকে। গ্লিসারিনের প্রচলনও রয়েছে। তাও ত্বক শুষ্ক হয়ে যায় অনেকের। এম ক্যাফেইনের বডি বাটার তাদের জন্য। শিয়া বাটার, কোকো বাটার সঙ্গে ক্যাফেইন। এই তিন উপাদান অন্যদের থেকে আলাদা করে এম ক্যাফেইনের বডি বাটারকে। একবার মাখলে ৭২ ঘণ্টা পর্যন্ত ত্বক আর্দ্র থাকবে। ত্বকের দাগছোপ কমবে। স্ট্রেচ মার্কস কমবে। কোনও রকম ক্ষতিকারক কেমিক্যাল নেই। ফলে যেকোনও বয়সের মানুষই এটা ব্যবহার করতে পারে।
পিস্তাসে স্কিনকেয়ার বডি বাটার
দ্য বয়ফ্রেন্ড বডি বাটার এটার আরেক নাম। পিস্তা থেকে তৈরি তেল, ভিটামিন ও পিস্তা গাছের প্রয়োজনীয় উপাদান দিয়ে তৈরি। মাখলে চকচক করবে ত্বক, ফিরিয়ে আনবে জেল্লা। ত্বককে গভীরে গিয়ে ময়শ্চরাইজ করবে। বলিরেখার হাত থেকেও বাঁচাবে।
প্রে দে প্রভেন্স এনরিচড, সুদিং, ময়শ্চরাইজিং ১০% শিয়া বডি বাটার
এতে ১০ শতাংশ শিয়া বাটার রয়েছে। রয়েছে সূর্যমুখির তেল, কোকো বাটার, গ্রেপসিড অয়েল। বোঝাই যাচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে বানানো এই বডি বাটার। স্কিন টোন ঠিক হবে। স্ট্রেচ মার্কস কমবে। এই বডি বাটার মাখলে রিফ্রেশিং লাগবে। এটিতেও কোনওরকম ক্ষতিকারক কেমিক্যাল নেই।
পাম বডিলভিন ভ্যানিলা ভাইবস বডি বাটার
বডি বাটার বেশ কিছু বছর ধরেই ট্রেন্ডে ইন। পামের এই বডি বাটারের যাত্রাও বেশ কিছু বছর আগের। সেই থেকে বহু মানুষের মন জয় করেছে। এটিতে থাকা ব্রাজিল নাট অয়েল, সূর্যমুখির তেল খুব বেশি রুক্ষ ত্বককেও নরম রাখতে সাহায্য করে। ত্বকে মিশে যায় সহজেই। সংস্থার দাবি, এই বডি বাটার একদম ভেগান। এটি বানাতে গিয়ে কাউকে আঘাত করা হয়নি। নেই ক্ষতিকারক কোনও উপাদানও।
দ্য ন্যাকেড বি আল্ট্রা-রিচ বডি বাটার, অরেঞ্জ ব্লসম হানি
এই বডি বাটারের ৭০ শতাংশই অর্গ্যানিক। রয়েছে অ্যালোভেরা, গ্রিন টি, মধু, সূর্যমুখির তেলের মতো উপাদান। এই বডি বাটার ব্যবহার করলেও বলিরেখা কমবে। ত্বক ভাল থাকবে। রুক্ষ হবে না শীতে।
ডাভ বডি লাভ সাপল বাউন্স বডি বাটার
ডাভের এই বডি বাটার ৪৮ ঘণ্টা পর্যন্ত ত্বককে আর্দ্র রাখতে পারে। ত্বকে মিশে যায় সহজেই, চ্যাটচ্যাট করার সম্ভাবনা নেই। এই বডি বাটার প্রত্যহ মাখলে পার্থক্য নিজেই বুঝতে পারবেন। ত্বককে বাউন্সি রাখে, নরম রাখে ও ত্বকে জেল্লা আনে।
বি বডিওয়াইস ৪% শিয়া বডি বাটার
স্যালিসিলিক অ্যাসিড, হায়লুরনিক অ্যাসিড ও ল্যাকটিক অ্যাসিড সঙ্গে কোকো বাটার ও শিয়া বাটার দিয়ে তৈরি এই বডি বাটার। ত্বক আর্দ্র রাখার পাশাপাশি ট্যান দূর করে। এটা মাখলে ৪৮ ঘণ্টা পর্যন্ত ত্বকে আর কিছু মাখার দরকার নেই। কোনও ক্ষতিকারক উপাদান না থাকায়, এই বডি বাটার মাখতে পারে যে কেউ।
আর্থ রিদিম ট্য়াংগারিন বডি বাটার উইথ ম্যাঙ্গো শিড বাটার, রোসহিপ অয়েল
৪৮ ঘণ্টা পর্যন্ত এই বডি বাটারও ত্বক ভাল রাখতে পারে। এতে থাকা ট্য়াংগারিন অয়েল ও রোসহিপ অয়েল ত্বককে উজ্জ্বল রাখে। ড্যামেজ থেকে ত্বককে রক্ষা করে ও রিফ্রেশ করে।