শেষ আপডেট: 6th January 2025 18:22
দ্য ওয়াল ব্যুরো: শীত পড়েছে। ঠোঁট ফাটছে, পা ফাটছে। উপায়? অধিকাংশ বাঙালির বাড়িতে আর ভারতজুড়ে অসংখ্য ঘরে এর উত্তর একটাই—সবুজ রঙের টিউব থেকে বেরোনো সাদা ক্রিম, বোরোলিন। শুষ্ক ত্বকের যত্ন থেকে শুরু করে কাটা, পোড়া, কিংবা ফোলা—ত্বকের প্রায় সব সমস্যার জাদুকরী সমাধান এই ‘সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম’। রেডিয়োর দিন থেকে টিভি জিঙ্গলে 'বোরোলিন' নামটা শোনার মধ্য দিয়েই বড় হয়েছে বহু প্রজন্ম।
শ্রীজাত যেমনটা কবিতায় বলেছিলেন, 'সব ক্ষত কি আর বোরোলিন দিয়ে সারে?'—সম্ভব নয়, তবে বোরোলিনের গুণাবলি দেখলে অবাক না হয়ে উপায় নেই। শুষ্ক ত্বক থেকে শুরু করে রোদে পোড়া কিংবা ব্রণের সমস্যা—এই সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম যেন সব সমস্যার জাদুকাঠি।
বোরিক পাউডার, জিঙ্ক অক্সাইড, এসেনশিয়াল অয়েল এবং প্যারাফিনের মিশ্রণে তৈরি বোরোলিন শুষ্ক ত্বক, ফাটা ঠোঁট বা ত্বকের খসখসে ভাব দূর করতে অতুলনীয়। শীতের রুক্ষ আবহাওয়ায় ত্বককে গভীর ময়েশ্চারাইজ করে এই ক্রিম। ত্বকের সমস্যার সঙ্গেই যেন মিশে থাকে এর মিষ্টি গন্ধ।
বাজারে প্রচুর নামী-দামি ক্রিম এসেছে। কিন্তু কেউই বোরোলিনের গৌরবকে ক্ষুণ্ণ করতে পারেনি। ভবিষ্যতেও তা এই ভাবেই থাকবে, তা বলাই যায়। এটা যে বাঙালিদে কাছে যেকোনও রোগের অলৌকিক নিরাময়। রুক্ষ কিউটিকল নরম করতে বোরোলিন অত্যন্ত কার্যকর। শক্ত কিউটিকলে পুরু করে লাগিয়ে ১০ মিনিট রেখে দিলেই এটি গভীরভাবে হাইড্রেট করে। ফলাফল? নরম, চকচকে নখ।
রোদে পোড়া বা রেজারে কাটা জায়গায় দ্রুত আরাম দেয় বোরোলিন। এতে থাকা ল্যানোলিন আর জিঙ্ক অক্সাইড সংক্রমণ দূর করে এবং দ্রুত নিরাময়ে সাহায্য করে। ল্যাভেন্ডার বা ক্যামোমাইল এসেনশিয়াল অয়েলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে এর কার্যকারিতা দ্বিগুণ হয়।
মেকআপ রিমুভার হিসেবে বোরোলিন ব্যবহার করেন অনেকেই। ম্যাট লিপস্টিক বা ওয়াটারপ্রুফ মাস্কারা তুলতে এটি অসাধারণ। মুখে ক্রিম লাগিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করুন, তারপর ভেজা তুলো দিয়ে মুছে ফেলুন। ব্রণের জন্য স্পট ট্রিটমেন্ট খুঁজছেন? বোরোলিন হতে পারে সেরা সমাধান। তিন দিন রাতে ব্রণের উপর এটি লাগিয়ে দেখুন, ব্রণ কমে যাবে চোখের সামনেই।
বোরোলিনের সঙ্গে নারকেল তেল মিশিয়ে তৈরি করে নিন ঘরোয়া শেভিং ক্রিম। ছোটখাটো সমস্যায় ভারতীয় ঘরে ঘরে বোরোলিন এক ভরসার নাম। এটি শুধু একটি ক্রিম নয়, বরং আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। প্রয়োজনের মুহূর্তে হাতে বোরোলিন থাকলে যেন চিন্তা করার কিছু থাকে না!