শেষ আপডেট: 16th January 2025 19:58
দ্য ওয়াল ব্যুরো: সুন্দর ও ঘন ভ্রু কে না চান! অনেকে যদিও সেটিকে প্লাক করে ঠিক রাখার চেষ্টা করেন। অনেকের আবার সেই উপায়ও নেই। বর্তমানে মোটা ও গাঢ় ভ্রু ফ্যাশনেবল হয়ে উঠেছে। তাই পার্লারে গিয়ে প্লাক করার সময় না থাকলে, বাড়িতেই মেনে চলা যেতে পারে কয়েকটি কৌশল। অনেকেরই ভ্রু পাতলা হয়ে যায় এবং নানা কারণে ভ্রুর রোম পড়ে যায়। চুল ও ত্বকের মতো ভ্রুও নিয়মিত যত্নের প্রয়োজন।
এখানে কয়েকটি প্রাকৃতিক উপায় দেওয়া হলো, যাতে আপনি মাত্র কয়েকদিনের মধ্যেই ঘন ভ্রু পাবেন।
১. নারকেল তেল: নারকেল তেলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্যাটি অ্যাসিড, যা ভ্রুর রোমের ফলিকলকে পুষ্টি দেয় এবং ভ্রুকে ঘন করতে সহায়তা করে। প্রতিদিন রাতের বেলায় ভ্রুতে নারকেল তেল লাগান।
২. তেল মিশ্রণ: অলিভ অয়েল, ভিটামিন ই অয়েল ও ক্যাস্টর অয়েল মিশিয়ে একটি সিরাম তৈরি করুন। এটি ভ্রুর রোমকে মজবুত করে এবং ভ্রুকে ঘন ও মোটা করতে সাহায্য করে।
৩. ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল: নারকেল তেলের সঙ্গে ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে ভ্রুর উপর লাগান। এটি ভ্রুর রোম পড়া বন্ধ করবে এবং নতুন রোম জন্মাতে সহায়তা করবে।
৪. ভ্রু ব্রাশিং: ছোট ব্রাশ দিয়ে নিয়মিত ভ্রু ব্রাশ করুন। গোল গোল করে ব্রাশ করলে রক্ত সঞ্চালন বাড়ে, যা ভ্রুকে আরও ঘন করে তোলে। দিনে দু’বার এটি করুন।
৫. সুস্থ ডায়েট: পাতে শাকসবজি, ফল, প্রোটিন, ভিটামিন A, E, K, আয়রন, জিঙ্ক, পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম রাখুন। এই পুষ্টি উপাদানগুলি ভ্রু ঘন করতে সাহায্য করে।