
দ্য ওয়াল ব্যুরো: দ্য ওয়ালের ঘরে-বাইরেতে চুড়মুড়ে মুচমুচে একটা বিভাগ নিয়ে খুব শিগগিরি আসছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Addya)। বিভাগের নাম স্ন্যাক বক্স (Snack Box)। নাম শুনে নিশ্চয়ই মালুম হচ্ছে টক-ঝাল-মিষ্টি স্ন্যাকস তৈরির কারিকুরি (Recipe) থাকবে এই বিভাগে।
এই নতুন বিভাগে অপরাজিতার সঙ্গে থাকছেন মুখরোচকের কর্ণধার প্রণব চন্দ। এঁরা দুজনে এক্সপেরিমেন্ট করে এমন সব মুখরোচক রেসিপি হাজির করবেন আপনাদের সামনে, যা চেটেপুটে খাবে বাড়ির ছোট্টসোনারা। আর বড়রা?তারাও কিন্তু তারিফ করবে খেয়ে। আর যে কথাটা বলতেই হবে তা হল, রেসিপিগুলো মুখরোচক তো বটেই, সেই সঙ্গে স্বাস্থ্যকরও। মুড়ি, চালভাজা, চিঁড়েভাজা, চিনে বাদাম, ডাল ভাজা, নানা ধরনের চানাচুর, কাঁচা পেঁয়াজ, শসা, টোম্যাটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা– এই সব সাধারণ এবং স্বাস্থ্যকর উপকরণ দিয়েই যে এমন চটপটা স্ন্যাকস নিমেষে তৈরি করা যায়, তা দেখানো হবে এই স্ন্যাক বক্সে।
আর দেরি নেই, আসছে জলখাবারের চটজলদি সমাধান নিয়ে স্ন্যাক বক্স। চোখ রাখুন দ্য ওয়ালের ঘরে-বাইরেতে।