
দ্য ওয়াল ব্যুরো: যিনি রাঁধেন, চুলও বাঁধেন। বাচিকশিল্পী সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় ও অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায় এমনই দুই ব্যক্তিত্ব। তাঁরা যেমন অসাধারণ নৈপুণ্যে বিনোদন জগতে নিজেদের মেলে ধরেন, তেমনই তাঁদের তৈরি গয়না ও পোশাকের অভিনব নকশার জাদুতে মুগ্ধ করেন আমাদের। প্রতি বছরের মতো এবারও তাঁদের পুজোর কালেকশন নিয়ে শুরু হয়েছে প্রদর্শনী ‘পরব’। দক্ষিণ কলকাতার মহনির্বাণ রোডে ‘টিওগ্রাফি’ ক্যাফেতে এই প্রদর্শনীর আয়োজন। সবরকম কোভিড বিধি মেনেই চলছে বিকিকিনির আসর।কথা হচ্ছিল সুজয়প্রসাদের সঙ্গে। তিনি নিজের জন্য নিজের ডিজাইনে জুয়েলারি তৈরি করতেন। সকলে খুব প্রশংসা করতেন এবং জানতে চাইতেন কোথা থেকে কিনেছেন। সেই থেকেই গয়না ডিজাইনের কথা মাথায় আসে এবং জন্ম নেয় ‘সুজয়প্রসাদ ফ্যাশন অ্যাক্সেসরিজ’।
মূলত সেরামিক, মিক্সড ক্লে, বিডস ব্যবহার করেন সুজয়। নানান থিমে একেবারে অন্যরকম প্যাটার্ন আর কালার কম্বিনেশনে জুয়েলারি বানান। নেকপিসগুলো এক একটি আর্টপিস হয়ে ওঠে। আসলে তাঁর শিল্পীমন যেন বিশেষ ছন্দে মেতে ওঠে গয়নার নকশায় নকশায়। সূর্যমুখী আংটি বা জোড়া মাছের মোটিফের পেন্ডেন্ট দেখে হাত বাড়াতে প্রাণ চাইবেই আধুনিকমনস্ক মানুষজনের। বেশিরভাগ জুয়েলারিই ইউনিসেক্স। স্টাইলিশ মাত্রই হাত বাড়াবেন।
সঙ্গে রয়েছে অভিনেত্রী দেবযানীর বুটিক ‘ঐশী’র মনকাড়া ডিজাইনের কুর্তি, কামিজ আর শাড়ি। হাতে বোনা শাড়ির অসাধারণ সম্ভার এসেছে পুজোর জন্য। এক্সক্লুসিভ ব্লকপ্রিন্টেড সিল্ক তসরও দেবযানীর পুজো স্পেশালে রয়েছে।
আজ ও কাল (১৯ সেপ্টেম্বর) প্রদর্শনী ‘পরব’ চলবে ‘টিওগ্রাফি’ ক্যাফের অন্দরে। দুপুর দু’টো থেকে রাত ন’টা পর্যন্ত কেনাকাটার সুযোগ থাকছে।