Latest News

সৌমিলী পুজোয় কী কী শাড়ি পছন্দ করলেন! দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: পুজো মানে তো শুধু নিজের জন্য শাড়ি কেনা (puja shopping) নয়। মা, শাশুড়ি মা, ননদ, জা, বোন, দিদি, বান্ধবী- সবার জন্য শাড়ি কিনতে হয়। দেখতে সুন্দর হবে আবার বাজেটের মধ্যেও হবে এমনটাই চান সৌমিলী (Soumili Biswas)। শুধু সৌমিলী কেন, আমরাও তাই চাই। প্রিয় গোপাল বিষয়ীতে বাজেটের মধ্যে সব ধরনের শাড়ি রয়েছে। এবার ঢাকাই, হ্যান্ডলুম আর বাংলার তাঁতের শাড়ি দেখেছেন সৌমিলী।

  • ঢাকাই শাড়িতে এবার বেশ কিছু নতুন কালার শেড এসেছে। কনট্রাস্ট বর্ডার আর আঁচলের শাড়ি এবার পুজো মাতাবে।
  • হ্যান্ডলুম ঢাকাইতে অলওভার করাত কাজের ঢাকাই এসেছে বেবি পিঙ্ক,সি গ্রিন,লেমন ইয়েলো,পিচ -এই ধরনের প্যাস্টেল কালার শেডে।
  • সফট হ্যান্ডলুমেও কনট্রাস্ট বর্ডার আঁচল, গঙ্গা যমুনা পাড় নতুন রূপে এসেছে।
  • চিরাচরিত তসর তাঁত এসেছে নতুন মোটিফে।
  • পিওর মসলিন ঢাকাইতে অবশ্য ট্রাডিশনাল নকশারই চাহিদা।
puja shopping
puja shopping

You might also like