
দ্য ওয়াল ব্যুরো: শীতের মুখে কসবার অ্য়াক্রোপলিস মলে জমে উঠল তিনদিনের স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল “চটপটা সিজন ৪”। ১১ নভেম্বর থেকে শুরু হয়েছিল, আগামিকাল রবিবার দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। কাবাব,চাট, মিষ্টি থেকে শুরু করে আইসক্রিম- প্রায় সবরকম জিভে জল আনা খাবারই রয়েছে ‘চটপটা স্ট্রিট ফুড ফেস্টিভ্যালের মেনুতে। আগামিকাল অবধি মোট ১০টি কাউন্টারে এই সব লোভনীয় খাবার পেয়ে যাবেন।

অ্যাক্রোপলিস মলের জিএম কে বিজয়নের হাত ধরে এই ফেস্টিভ্যালের উদ্বোধন হয়। কমিউনিটি পার্টনার হিসেবে রয়েছে, ভোজ আড্ডা এবং রেডিও পার্টনার ফিভার ১০৪ এফ এম ও রেডিও ওয়ান। অ্যাক্রোপলিস মলের জিএম কে বিজয়ন বলেন , “অ্যাক্রোপলিসে আমরা বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন করছি।


“চটপটা” নামের স্ট্রিট ফুড ফেস্টিভ্যালটি শুরু থেকেই দারুণ সাফল্য পেয়েছে এবং এটি চতুর্থ বছর। আমরা আমাদের অতিথিদের পছন্দের সবকিছুই রেখেছি। কলকাতার ভোজনরসিকদের কথা মাথায় রেখে এবারও এই উৎসব করার সিদ্ধান্ত নিয়েছি। যারা খাদ্যরসিক তাঁদের কথা ভেবেই এই আয়োজন করেছি।”


কলকাতা সুস্বাদু বাডি বাইটস, ক্যালকাটা ডেলিসিয়স, হট লেবানিজ, ইগল বাইটস পিজা, পৌষ পার্বন, আর কে চ্যাট সেন্টার, রয় প্যান প্যালেস, তুর্কিসিয়ানো এবং নলিন চন্দ্র দাস এন্ড সন্স এর মতো নামীদামি ফুড উদ্যোক্তারা তাদের খাবারের সম্ভার নিয়ে হাজির রয়েছেন এই ফেস্টিভ্যালে।


অ্যাক্রোপলিস গত পাঁচ বছরে বেশ কিছু আকর্ষণীয় ইভেন্ট, ফ্যাশন শো, সাংস্কৃতিক উৎসব এবং জনপ্রিয় চলচ্চিত্রের আয়োজন করে আসছে এবং একটি দায়িত্বশীল কর্পোরেট সংস্থা হিসেবেও কমিউনিটিতে অবদান রেখেছে। এটি রুবি হাসপাতালের আশেপাশে বসবাসকারী সুবিধাবঞ্চিত শিশু এবং বৃদ্ধদের জন্য পুরনো কাপড় সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে এবং তাদের জন্য কলকাতা সোসাইটি ফর কালচারাল হেরিটেজ নামক এনজিওকে দায়িত্ব দিয়েছে।