Latest News

Abhishek Chatterjee: শুরু হচ্ছে ইসমার্ট জোড়ি, আজই দেখা যাবে প্রয়াত অভিষেকের পর্ব

দ্য ওয়াল ব্যুরো: রিয়েলিটি শোয়ের রমরমার বাজারে সম্পূর্ণ নতুন ফরম্যাটে শুরু হতে চলেছে ইসমার্ট জোড়ি (Ismart Jodi)। স্টার জলসায় এই শো শুরু হচ্ছে আজ ২৬ শে মার্চ থেকে (Abhishek Chatterjee) । প্রতি শনি ও রবিবার ইসমার্ট জোড়ি দেখা যাবে রাত সাড়ে ন’টা থেকে। আজ এই শো-তেই দেখা যাবে প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়ের (Abhishek Chatterjee) পর্ব।।

এই শো-তে বিভিন্ন দশ জোড়া দম্পতি অংশ নেবেন। তাঁরা তাঁদের ভালবাসার গল্প বলবেন,জীবনের হার জিতের ঘটনা বলবেন , খেলবেন নানান খেলা। দেখা যাবে, অভিনেত্রী সোনালি চৌধুরী ও ফুটবলার রজত ঘোষ দস্তিদার, গায়ক রূপংকর ও চৈতালি , অভিনেতা জিতু কমল ও নবনীতা দাস, অভিনেতা সম্রাট ও ময়না মুখোপাধ্যায় -এমন সেলেব কাপলদের।

ইসমার্ট জোড়ি-র শো-তেই জুটি হিসেবে ছিলেন প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়। অসুস্থ শরীর নিয়েই এই শোয়ের শ্যুট করতে এসেছিলেন গত ২৩ মার্চ। শ্যুটিং করতে করতেই আরও অসুস্থ হয়ে পড়েন অভিষেক। সহশিল্পীরাই বলেছেন, পেট খারাপ হয়ে গেছিল অভিনেতার। যা খাচ্ছিলেন বমি হয়ে যাচ্ছিল তাঁর। এতটাই অসুস্থ হয়ে পড়েন যে বাড়ি ফিরে যেতে হয়। সেটেই ডাক্তার এসে তাঁকে চেক আপ করেছিলেন। বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিষেক চট্টোপাধ্যায়। জানা গেছে, হৃদরোগেই মৃত্যু হয় তাঁর।

এই শো-এর একটি পর্বের শ্যুট অভিষেক ও সংযুক্তা করেছিলেন। আজ ইসমার্ট জোড়ি শোয়ের শুরুতেই সেই পর্ব দেখানো হবে বলে জানা গেছে।
জিতের প্রাণবন্ত সঞ্চালনায় স্টার জলসার ইসমার্ট জোড়ি নিশ্চয়ই দর্শকদের ভালবাসা পাবে।

You might also like