
দ্য ওয়াল ব্যুরো: জি বাংলার জনপ্রিয় শো ‘রান্নাঘর’ দর্শকদের জন্য নিয়ে আসছে এক দারুণ চমক। আগামী ২৬-শে জানুয়ারি থেকে এই শোতে শুরু হচ্ছে এক বিশেষ পর্ব। কলকাতা এবং আশেপাশের বিখ্যাত খাবারের দোকান, পাইস হোটেল এবং মিষ্টির দোকান থেকে বিশিষ্ট অতিথিরা থাকবেন। আর দেখাবেন সেই সব বিখ্যাত রেসিপি যা দেখেই মন ভরে যাবে।তবে চমকের এখানেই শেষ নয়। এই পর্বগুলিতে কিন্তু রান্নাঘরের রানি সুদীপাকে সঞ্চালনা করতে দেখা যাবে না, পরিবর্তে থাকছে এক নতুন মুখ।
এই বিশেষ পর্বের সঞ্চালনার দায়িত্ব সামলাতে দেখা যাবে জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’র নায়িকা ‘শ্যামা’ অর্থাৎ তিয়াসাকে। সবেমাত্র শেষ হয়েছে কৃষ্ণকলি। টি আর পি-র দিক থেকে জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল ছিল এটি। নায়িকার ভূমিকাতে প্রথম থেকেই দর্শকদের মন জিতেছে শ্যামা ওরফে তিয়াসা।
বিয়ের পর তার অভিনয় জগতে আসা এবং প্রথম ধারাবাহিকেই যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছেন। এবার তিনি সম্পূর্ণ আলাদা রূপে দর্শকদের সামনে আসছেন। অভিনয়ের পর এই প্রথমবার তাঁকে পাওয়া যাবে সঞ্চালকের ভূমিকাতে।
শ্যামা কীভাবে নতুন রেসিপি শিখে নেন, তা দেখার পাশাপাশি এবার অতিথিদের কাছ থেকে খুব সহজেই পুরানো বিখ্যাত সব খাবারের রেসেপি জেনে নিতে পারবেন দর্শকেরাও।
জি বাংলার রান্নাঘর মানেই সুদীপা, বহু বছর ধরেই তাঁর মিষ্টি কথায়, হাসিতে, মজায় আর দারুণ দারুণ রান্না সহ সিক্রেট টিপসের মহিমায় মজেছেন বাংলার দর্শক। সুদীপার বদলে সেই জায়গায় এবার নিজেকে প্রমাণ করতে জি বাংলার পর্দায় আসছেন তিয়াসা।
প্রসঙ্গত, দ্য ওয়াল থেকে সুদীপার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন যে কোভিডে আক্রান্ত হয়েছেন। আপাতত তাই জন্যই কি বিরতি? রান্নাঘরের জনপ্রিয় সুদীপাকে দেখে অভ্যস্ত দর্শক এই বদল এখন কেমন ভাবে নেন দেখার সেটাই।