শেষ আপডেট: 30th September 2023 20:28
দ্য ওয়াল ব্যুরো: হোয়াটসঅ্যাপ প্রায়ই কোনও না কোনও নতুন ফিচার নিয়ে আসে। মানুষের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে হোয়াটসঅ্যাপ সেইসব ফিচার সংযোজন করে। সেই তালিকায় এবার জুড়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল। কিন্তু আপনি কি জানেন, এই চ্যানেল থেকে আয়ও করতে পারবেন?
ইউটিউব বা ফেসবুক থেকে আয় করার উপায় আছে। এবার হোয়াটসঅ্যাপেও সেই সুবিধা মিলবে। কিন্তু সেই পদ্ধতি সহজ নয়। পরোক্ষভাবে আয় করা যাবে। জেনে নেওয়া যাক তেমনই কিছু পন্থা---
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে অ্যাফিলিয়েটেড মার্কেটিং করতে পারবেন আপনি। আগে জেনে নেওয়া যাক অ্যাফিলিয়েটেড মার্কেটিং কী? এটি হল একটি বিজ্ঞাপনের মডেল। এই মডেলে কোনও কোম্পানি তাদের পণ্য বা পরিষেবা প্রচারে তৃতীয় কোনও মাধ্যমের সাহায্যে নেয়। আপনি যদি সেই তৃতীয় মাধ্যম হিসেবে কাজ করেন, তবে মূল কোম্পানির থেকে টাকা পাবেন।
দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।
কীভাবে অ্যাফিলিয়েটেড মার্কেটিং করবেন আপনি? কোনও কোম্পানির পণ্য বা পরিষেবাকে আপনি ব্যবহারকারীর মধ্যে ছড়িয়ে দিতে পারেন। সেই কোম্পানির ওয়েবসাইট বা পণ্যের তথ্য শেয়ার করার অপশন থাকছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে। কেউ যদি আপনার চ্যানেলে শেয়ার করা লিঙ্কে ঢুকে কোনও পণ্য বা পরিষেবা কেনেন তবে আপনিও নির্দিষ্ট অঙ্কের কমিশন পাবেন।
হোয়াটসঅ্যাপের চ্যানেলের মাধ্যমে বিশালসংখ্যক ব্যবহারকারীর কাছে ভিডিও বা লিঙ্ক শেয়ার করা যাবে। ফলে আপনি আপনার প্রোডাক্ট ব্যবহারকারীদের মধ্যে সহজেই ছড়িয়ে দিতে পারবেন।
বর্তমান যুগে আপনি যত প্রচারের আলোয় থাকবেন, ততই আপনার পণ্য বা পরিষেবা মানুষের কাছে পৌঁছবে। আর প্রচারে আসার জন্য সবসময়ই কোনও না কোনও পন্থা নিচ্ছেন মানুষ। শুধু তাই নয়, আপনি যদি নতুন কোনও অ্যাপ ডেভলপ করেন, তবে সেটা প্রচার করার জন্য কোনও না কোনও বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্মের প্রয়োজন পড়ে। সেটাই দেবে হোয়াটসঅ্যাপ চ্যানেল। এবার সেই অ্যাপ আপনি আপনার চ্যানেলে শেয়ার করে কমিশন ভিত্তিতে আয় করতে পারেন।
কোনও অনলাইন ওয়ার্কশপ বা ক্লাস আপনি শেয়ার করতে পারেন আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। এছাড়াও চ্যানেলের মাধ্যমে আপনি নিজেদের সৃজনশীলতা বা সৃষ্টি প্রচার করতে পারবেন।