গাড়ি কিনলেন আর সেটি নিজেই পায়ে হেঁটে, থুড়ি, গড়িয়ে আপনার কাছে চলে এল! শুনলে মনে হচ্ছে যেন ভবিষ্যতের গল্প, কিন্তু সেটাই এখন বাস্তব।
টেসলার নতুন অটোমেটিক গাড়ি
শেষ আপডেট: 29 June 2025 12:14
দ্য ওয়াল ব্যুরো: গাড়ি কিনলেন আর সেটি নিজেই পায়ে হেঁটে, থুড়ি, গড়িয়ে আপনার কাছে চলে এল! শুনলে মনে হচ্ছে যেন ভবিষ্যতের গল্প, কিন্তু সেটাই এখন বাস্তব। টেসলা এবার এই প্রথম সফলভাবে একটি গাড়িকে সম্পূর্ণ স্বচালিতভাবে নতুন মালিকের বাড়ি পাঠাল, চালক ছাড়াই।
এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়েছে টেক্সাসের অস্টিন। সেখানকার টেসলা গিগাফ্যাক্টরি থেকে ‘Tesla Model Y’ গাড়িটি প্রায় ৩০ মিনিট দূরত্বের ঠিকানায় থাকা তার নতুন মালিকের বাড়ি পৌঁছে যায় — মাঝখানে হাইওয়ে, সিগন্যাল, ট্রাফিক, মোড় ঘোরা, স্টপ সাইন — সবই নিজের সিদ্ধান্তেই পেরিয়েছে, মানুষের বিন্দুমাত্র হস্তক্ষেপ ছাড়াই।
প্রথমে টেসলা একটি তিন মিনিটের টাইম-ল্যাপ্স টিজার প্রকাশ করে। পরে, পুরো ৩০ মিনিটের যাত্রাপথের সম্পূর্ণ ভিডিও সামনে আনা হয়। ভিডিওতে দেখা যায়, গাড়িটি গিগাফ্যাক্টরির গ্যারেজ থেকে নিজে থেকেই বেরিয়ে পড়ছে, ড্রাইভার সিটে কেউ নেই। পিছনের সিট থেকে ভিডিওটি করা হয়েছে।
ভিডিওতেই স্পষ্ট — গাড়িটি নিজের মতো করে রাস্তা চিনে ঘুরছে, ট্রাফিক সিগনালে থামছে, মোড় ঘুরছে, অন্য গাড়ির গতি বুঝে এগোচ্ছে, এবং শেষে নতুন মালিকের বাড়ির নিচে নিজে থেকে গিয়ে পার্ক করে।
Kapow! 💫 https://t.co/vltieZy7nO
— Elon Musk (@elonmusk) June 28, 2025
ভিডিওটি X-এ শেয়ার করেন টেসলা প্রধান ইলন মাস্ক। ক্যাপশনে লেখেন একটাই শব্দ, “Kapow.”
টেসলার AI ও অটোপাইলট বিভাগের প্রধান আশোক এলুস্বামী জানান, গাড়িটি যাত্রাপথে সর্বোচ্চ ১১৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে ছুটেছিল।
ইলন মাস্ক আরও লেখেন, ‘এই সম্পূর্ণ স্বচালিত ডেলিভারিটা একদিন আগেই সম্পন্ন হয়েছে। গাড়িতে কেউ ছিল না, এমনকী রিমোট অপারেটরও নয়। এটা সম্পূর্ণ স্বচালিত (FULLY autonomous)।”
তিনি আরও দাবি করেন, ‘আমরা যা জানি, এই প্রথম কোনও গাড়ি মানুষ ছাড়াই বা দূর থেকে কোনও নিয়ন্ত্রণ ছাড়াই পাবলিক হাইওয়ে দিয়ে একদম গন্তব্যে পৌঁছে গেছে।’
এই ঘটনার কয়েকদিন আগেই, ২২ জুন, টেসলা তাদের বহু প্রতীক্ষিত রোবোট্যাক্সি পরিষেবা পরীক্ষামূলকভাবে শুরু করে অস্টিনে। কিছু প্রভাবশালী ব্যক্তি ও বিনিয়োগকারী Model Y গাড়িতে স্বচালিত রাইড নেওয়ার সুযোগ পান। মাস্ক আগেই ইঙ্গিত দিয়েছিলেন, শিগগিরই রোবোট্যাক্সি এবং এইরকম স্বচালিত ডেলিভারি আসছে।
মাস্ক আরও জানান, ভবিষ্যতে তারা লক্ষ লক্ষ রোবোট্যাক্সি রাস্তায় নামাতে চান, এবং “Optimus” নামের হিউম্যানয়েড রোবট উৎপাদনের পরিকল্পনাও রয়েছে টেসলার।
উত্তর আমেরিকা ও ইউরোপে বৈদ্যুতিক গাড়ির চাহিদা কিছুটা কমেছে, পাশাপাশি মাস্কের রাজনৈতিক মতাদর্শ ঘিরে বিতর্কও বেড়েছে। তাই এমন নতুন প্রজন্মের AI-নির্ভর পণ্য হয়তো টেসলার পরবর্তী অধ্যায়ের মূল চালিকাশক্তি হয়ে উঠতে চলেছে।
এখনও পর্যন্ত টেসলা নিশ্চিত করেনি এই ধরনের স্বচালিত ডেলিভারি নিয়মিত প্রক্রিয়ায় পরিণত হবে কিনা। তবে এটি যে গাড়ি শিল্পের এক নতুন দিগন্ত খুলে দিল — তা আর বলার অপেক্ষা রাখে না।