Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
নতুন রূপে পর্দায় আসছে 'শক্তিমান', তবে রণবীর নন, দেখা যাবে এই দক্ষিণী সুপারস্টারকে!বিমান দুর্ঘটনার কথা আগেই জানান জ্যোতিষী? টুইট ঘিরে শুরু বিতর্ক, 'মানবিক' হতে বলল নেটপাড়াAhmedabad Plane Crash: জীবনযুদ্ধের মাঝপথেই ছাড়তে হল ময়দান, অসমাপ্ত ক্রু সদস্যদের কাহিনিওযুদ্ধেও বাইবেল-কোরান, ইজরায়েলের ‘জাগ্রত সিংহের’ বদলায় ইরানের ‘সাচ্চা ওয়াদা’ কেন?কাজল-অনুব্রতকে নিয়ে আলাদা বৈঠকে ফিরহাদ! ফোন কল বিতর্কের জের নাকি দ্বন্দ্ব মেটানোর উদ্যোগWTC Final: লর্ডসে সেঞ্চুরি করে ব্র্যাডম্যান-গ্রিনিজদের ক্লাবে মার্করাম, তালিকায় একমাত্র ভারতীয় আগারকরশুভাংশুর মহাকাশ অভিযান, নতুন তারিখ জানাল ইসরোAir India Plane Crash: গঠন করা হল উচ্চপর্যায়ের তদন্ত কমিটি, তিন মাসে রিপোর্ট পেশের নির্দেশNEET UG 2025: আজই ফলপ্রকাশ! কীভাবে দেখবেন, কাউন্সেলিংয়ে কেমন করে অংশ নেবেন? জেনে নিনকাশ্মীর পাকিস্তানের, উত্তর-পূর্ব হল নেপাল! ভারতের ভুল ম্যাপ দেখাল ইজরায়েল, পরে চাইল ক্ষমা
Samsung Galaxy S23 5G

দিওয়ালির অফার, ৯০ হাজারের স্যামসাং প্রিমিয়াম ফোন আনুন মাত্র ৬,৬৬৭ টাকা দিয়ে!

দীপবলির আগে ই-কমার্স সাইটগুলি বিভিন্ন অফার এনে হাজির করেছে। তার মধ্যে মোবাইল থেকে শুরু করে টিভি, ফ্রিজ সবেতেই ছাড় পাওয়া যাচ্ছে।

দিওয়ালির অফার, ৯০ হাজারের স্যামসাং প্রিমিয়াম ফোন আনুন মাত্র ৬,৬৬৭ টাকা দিয়ে!

ফাইল চিত্র

শেষ আপডেট: 14 October 2024 20:25

দ্য ওয়াল ব্যুরো: দীপবলির আগে ই-কমার্স সাইটগুলি বিভিন্ন অফার এনে হাজির করেছে। তার মধ্যে মোবাইল থেকে শুরু করে টিভি, ফ্রিজ সবেতেই ছাড় পাওয়া যাচ্ছে। তাই নতুন ফোন কেনার প্ল্যান করে থাকলে, এই ফোনটিকে তালিকায় রাখতেই পারেন। স্যামসাং এর একটি প্রিমিয়াম ফোনের উপর প্রচুর টাকা ছাড় পাওয়া যাবে। 

স্যামসাং-এর এস সিরিজটি হল প্রিমিয়াম স্মার্টফোন সিরিজ। এই সিরিজে, স্যামসাং বিপুল নতুন নতুন ফিচার ও স্পেসিফিকেশন ব্যবহার করেছে। ফলে দামও অনেকটাই বেশি। তবে এই সিরিজের একটি প্রিমিয়াম স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এস২৩ ৫জি অনেক কম টাকায় কিনে নেওয়া যাবে। 

ফোনটি যখন প্রথম বাজারে লঞ্চ করেছিল, তখন এর দাম অনেকটাই বেশি ছিল। যত দিন যাচ্ছে, ফোনের দাম ক্রমশ কমেই যাচ্ছে। এই ফোনের আসল দাম ৮৯,৯৯৯ টাকা। কোম্পানি এই ফোনটি ২০২৩-এর জানুয়ারিতে লঞ্চ করেছে। তবে দীপাবলির অফারে এই ফোনটি ফ্লিপকার্টে মাত্র ৩৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও এই ফোনে অনেক ধরনের ডিসকাউন্ট ও অফার দেওয়া হচ্ছে। এতে ফোনের দাম আরও অনেকটা কমে যাবে। 

কী কী অফার রয়েছে?

এই ফোনে কিছু ব্যাঙ্ক অফার রয়েছে। সেই সব ব্যাঙ্ক থেকে পেমেন্ট করলে ১০% পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। তাছাড়া এই ফোনে ৩৬,৭০০ টাকার এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। এই অফারে পুরনো ফোনটি দিলেই নতুন ফোনে এই টাকা ছাড় পাওয়া যাবে। 

তবে এর জন্য মানতে হবে একটি শর্ত। তা হল পুরনো ফোনটির অবস্থা একদম ভাল থাকতে হবে। তবেই পুরো টাকার ছাড় পাওয়া যাবে। এছাড়াও এই ফোনটি মাত্র ৬,৬৬৭ টাকার ইএমআই-তেই কিনে নেওয়া যাবে।


ভিডিও স্টোরি