Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকারকোনও গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই! ২১ জুলাই বিজেপির 'উত্তরকন্যা অভিযান' প্রসঙ্গে মমতাবাংলাভাষীদের উপর আক্রমণ, অনেক দিন পর একসঙ্গে মিছিলে হাঁটবেন মমতা-অভিষেক
Samsung’s Budget Beast, Why This Could Be Your Next Smartphone

Samsung Galaxy M36 5G: বাজেট ফোনে বাজিমাত স্যামসাংয়ের, কেন কিনবেন এই মোবাইল?

কম বাজেটে উন্নত প্রযুক্তির স্মার্টফোন খুঁজছেন? তাহলে Galaxy M36 5G হতে পারে আপনার বেস্ট অপশন।

Samsung Galaxy M36 5G: বাজেট ফোনে বাজিমাত স্যামসাংয়ের, কেন কিনবেন এই মোবাইল?

ছবি-সংগৃহীত

শেষ আপডেট: 28 June 2025 13:09

দ্য ওয়াল ব্যুরো: অপেক্ষার অবসান। অবশেষে ভারতে লঞ্চ হল স্যামসাং (Samsung)-এর নতুন এম-সিরিজ স্মার্টফোন গ্যালাক্সি এম৩৬ ৫জি (Galaxy M36 5G)। দুর্দান্ত ডিজাইন, শক্তিশালী ব্যাটারি, প্রিমিয়াম ডিসপ্লে ও একগুচ্ছ এআই ফিচার রয়েছে এই ফোনে। তুঙ্গে চাহিদা।

স্মার্টফোনটির সবচেয়ে বড় আকর্ষণ এর ৭.৭ মিমি পাতলা ডিজাইন, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং এক্সিনোস ১৩৮০ চিপসেট। থাকছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাও।

কত দাম, কবে থেকে কেনা যাবে?

Samsung Galaxy M36 5G-এর 

  • ৬ জিবি ব়্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ২২,৯৯৯ টাকা মাত্র। তবে ব্যাঙ্ক অফারের মাধ্যমে এই ফোন পাওয়া যাবে ১৬,৯৯৯ টাকাতে।
  • ৮ জিবি ব়্যাম ও ১২৮ জিবি মডেল মিলবে মাত্র ১৭,৯৯৯ টাকায় এবং 
  • ৮ জিবি ব়্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম ২০,৯৯৯ টাকা (ব্যাঙ্ক অফার-সহ)।

ফোনটি পাওয়া যাবে তিনটি রঙে, অরেঞ্জ হেজ, সিরিন গ্রিন ও ভেলভেট ব্ল্যাক।আগামী ১২ জুলাই থেকে অ্যামাজন (Amazon) ও স্যামসাং ইন্ডিয়া (Samsung India)র ওয়েবসাইট ও নির্দিষ্ট অফলাইন রিটেল স্টোরে এই ফোন বিক্রি শুরু হবে।

ফিচার্স ও স্পেসিফিকেশন এক ঝলকে-

  • ডিসপ্লে: ৬.৭ ইঞ্চির ফুল এইচডি+ সুপার অ্যামোলেড স্ক্রিন (১২০Hz রিফ্রেশ রেট)
    গরিলা গ্লাস ভিকটাস+ প্রোটেকশন
  • প্রসেসর: Exynos 1380 SoC
  • ব়্যাম ও স্টোরেজ: সর্বোচ্চ ৮ জিবি এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ
  • অপারেটিং সিস্টেম: ওয়ান ইউআই ৭ (অ্যান্ড্রয়েড ১৫), ৬ বছরের সিকিওরিটি আপডেট ও অ্যান্ড্রয়েড আপগ্রেড
  • ব্যাটারি: ৫,০০০ mAh ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং
  • মোটামুটি আকৃতি: মাত্র ৭.৭ মিমি

ক্যামেরাও দুর্দান্ত এই ফোনের, কেন?

  • এই ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।
  • মেইন ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল (OIS সহ)
  • সেকেন্ডারি: ১২ মেগাপিক্সেল আলট্রাওয়াইড
  • তৃতীয় ক্যামেরা: ৫ মেগাপিক্সেল ম্যাক্রো
  • সেলফি: ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • রিয়ার ও ফ্রন্ট, উভয় ক্যামেরাতেই থাকছে ৪কে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা।

থাকছে এআই ফিচার ও সুরক্ষা

এই ফোনে একাধিক AI-ভিত্তিক ছবি এডিটিং টুল, যেমন—

  • অবজেক্ট ইরেসর
  • ইমেজ ক্লিপার
  • এডিট সাজেশনস থাকছে।

এছাড়া গুগলের নতুন সার্কেস টু সার্চ ফিচার (Circle-to-Search) ও এআই সিলেক্ট (AI Select)-এরও সুবিধা মিলবে। সুরক্ষার জন্য থাকছে স্যামসাং নক্স ভল্ট সাপোর্ট।

স্যামসাংয়ের তরফে জানানো হয়েছে, এই ফোনে ছ'বছর ধরে অ্যান্ড্রয়েড ও সিকিওরিটি আপডেট দেওয়া হবে। ফলে, আগামী কয়েক বছর নিশ্চিন্তে ব্যবহার করা যাবে এই ফোন।

কম বাজেটে উন্নত প্রযুক্তির স্মার্টফোন খুঁজছেন? তাহলে Galaxy M36 5G হতে পারে আপনার বেস্ট অপশন।


ভিডিও স্টোরি