কম বাজেটে উন্নত প্রযুক্তির স্মার্টফোন খুঁজছেন? তাহলে Galaxy M36 5G হতে পারে আপনার বেস্ট অপশন।
ছবি-সংগৃহীত
শেষ আপডেট: 28 June 2025 13:09
দ্য ওয়াল ব্যুরো: অপেক্ষার অবসান। অবশেষে ভারতে লঞ্চ হল স্যামসাং (Samsung)-এর নতুন এম-সিরিজ স্মার্টফোন গ্যালাক্সি এম৩৬ ৫জি (Galaxy M36 5G)। দুর্দান্ত ডিজাইন, শক্তিশালী ব্যাটারি, প্রিমিয়াম ডিসপ্লে ও একগুচ্ছ এআই ফিচার রয়েছে এই ফোনে। তুঙ্গে চাহিদা।
স্মার্টফোনটির সবচেয়ে বড় আকর্ষণ এর ৭.৭ মিমি পাতলা ডিজাইন, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং এক্সিনোস ১৩৮০ চিপসেট। থাকছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাও।
কত দাম, কবে থেকে কেনা যাবে?
Samsung Galaxy M36 5G-এর
ফোনটি পাওয়া যাবে তিনটি রঙে, অরেঞ্জ হেজ, সিরিন গ্রিন ও ভেলভেট ব্ল্যাক।আগামী ১২ জুলাই থেকে অ্যামাজন (Amazon) ও স্যামসাং ইন্ডিয়া (Samsung India)র ওয়েবসাইট ও নির্দিষ্ট অফলাইন রিটেল স্টোরে এই ফোন বিক্রি শুরু হবে।
ফিচার্স ও স্পেসিফিকেশন এক ঝলকে-
ক্যামেরাও দুর্দান্ত এই ফোনের, কেন?
থাকছে এআই ফিচার ও সুরক্ষা
এই ফোনে একাধিক AI-ভিত্তিক ছবি এডিটিং টুল, যেমন—
এছাড়া গুগলের নতুন সার্কেস টু সার্চ ফিচার (Circle-to-Search) ও এআই সিলেক্ট (AI Select)-এরও সুবিধা মিলবে। সুরক্ষার জন্য থাকছে স্যামসাং নক্স ভল্ট সাপোর্ট।
স্যামসাংয়ের তরফে জানানো হয়েছে, এই ফোনে ছ'বছর ধরে অ্যান্ড্রয়েড ও সিকিওরিটি আপডেট দেওয়া হবে। ফলে, আগামী কয়েক বছর নিশ্চিন্তে ব্যবহার করা যাবে এই ফোন।
কম বাজেটে উন্নত প্রযুক্তির স্মার্টফোন খুঁজছেন? তাহলে Galaxy M36 5G হতে পারে আপনার বেস্ট অপশন।