Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ইলিশের খোঁজে! শনিবার রাতে সুন্দরবন থেকে গভীর সমুদ্রে রওনা দিচ্ছে কয়েক হাজার ট্রলারজলস্তর বাড়বে তিস্তা-তোর্সার, সতর্ক করল আলিপুর, সপ্তাহান্তে প্রবল বৃষ্টি রাজ্যজুড়েআন্তঃস্কোয়াড ম্যাচে শুভমান, রাহুলের অর্ধশতক, বল হাতে জ্বলে উঠলেন লর্ড শার্দূলAhmedabad Plane Crash: যাত্রী সুরক্ষায় গাফিলতি? দুর্ঘটনায় সরকারি বিবৃতিতে উঠছে প্রশ্নপাকিস্তানি আজাদের হাত ধরে ভোটার তালিকায় ৭৮ বিদেশি! তথ্য চেয়ে নির্বাচন কমিশনে চিঠি ইডিরআমি বলেছিলাম বলেই তো ‘শোলে’-তে অমিতাভকে নেওয়া হয়েছিল: ধর্মেন্দ্র‘চাকরি চাই’, এইচআর-কে প্রশ্ন করে ভাইরাল, এখন অটো চালান বেঙ্গালুরুর প্রাক্তন আইটি কর্মী পণের মিথ্যা মামলার প্রতিবাদে বৌয়ের পাড়ায় চায়ের দোকান যুবকের! হাতকড়া পরে চলছে বেচাকেনাWTC Final: ‘বিরাট’ জ্যোতিষী! সাত বছর আগে করা ভবিষ্যদ্বাণী মিলিয়ে দিলেন মার্করাম শেষ কলটাই ছিল 'মে ডে, মে ডে', তারপরই সব শেষ, জানাল বিমান পরিবহণ মন্ত্রক
Oppo Reno 14 Series

Oppo Reno 14: 'রেনো ১৪' সিরিজ স্মার্টফোন লঞ্চ করল ওপো, থাকছে ১ টিবি স্টোরেজ, আর দাম?

ওপো লঞ্চ করল নতুন রেনো ১৪ সিরিজ। রেনো ১৪ ও ১৪ প্রো-তে থাকছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ১ টিবি স্টোরেজ ও ৮০ ওয়াট চার্জিং। 
 

Oppo Reno 14: 'রেনো ১৪' সিরিজ স্মার্টফোন লঞ্চ করল ওপো, থাকছে ১ টিবি স্টোরেজ, আর দাম?

ওপো রেনো ১৪ সিরিজ

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 16 May 2025 12:32

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে চিনে লঞ্চ করল ওপো-র নতুন রেনো ১৪ সিরিজ (Oppo Reno 14 series), যার অন্তর্ভুক্ত রয়েছে দু'টি মডেল — রেনো ১৪ এবং রেনো ১৪ প্রো। এটি ওপো-র পূর্ববর্তী রেনো ১৩ সিরিজের উত্তরসূরি, যা ভারতের বাজারেও এসেছিল। ফলে নতুন এই সিরিজের স্মার্টফোন ভারতে আসার সম্ভাবনাও প্রবল, যদিও হয়তো একটু পরে। চিনে এই সিরিজের প্রারম্ভিক মূল্য ধরা হয়েছে ২৭৯৯ চিনা ইউয়ান (প্রায় ৩৩,২০০ টাকা)।

রেনো ১৪ সিরিজে রয়েছে তিনটি ক্যামেরার ব্যবস্থা, যার প্রধান ক্যামেরার রেজোলিউশন ৫০ মেগাপিক্সেল। দুটি ফোনেই থাকছে অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক কালার ওএস ১৫। যদিও ব্যাটারির ক্ষমতা দুই মডেলে আলাদা, কিন্তু উভয়টিতেই রয়েছে ৮০ ওয়াট দ্রুত চার্জিং-এর সুবিধা।

দাম কত রাখা হয়েছে?

ওপো রেনো ১৪ ও রেনো ১৪ প্রো এখন চিনে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ, আর অফিসিয়ালি বিক্রি শুরু হবে ২৩ মে থেকে। ফোন দুটি এসেছে নানান আকর্ষণীয় রঙে – রেনো ১৪-এ রয়েছে মারমেইড, পিনেলিয়া গ্রিন ও রিফ ব্ল্যাক, আর প্রো মডেলে থাকছে ক্যালা লিলি পার্পল, মারমেইড ও রিফ ব্ল্যাক।

রেনো ১৪-এর দাম:

১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ২৯৯৯ ইউয়ান (৩৫,৬০০ টাকা)
১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ – ৩০৯৯ ইউয়ান (৩৬,৮০০ টাকা)
১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ – ৩২৯৯ ইউয়ান (৩৯,১০০ টাকা)
১৬ জিবি র‍্যাম + ১ টেরাবাইট স্টোরেজ – ৩৭৯৯ ইউয়ান (৪৫,১০০ টাকা)

রেনো ১৪ প্রো-এর দাম:

১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ৩৪৯৯ ইউয়ান (৪১,৫০০ টাকা)
১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ – ৩৭৯৯ ইউয়ান (৪৫,১০০ টাকা)
১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ – ৩৯৯৯ ইউয়ান (৪৭,৪০০ টাকা)
১৬ জিবি র‍্যাম + ১ টেরাবাইট স্টোরেজ – ৪৪৯৯ ইউয়ান (৫৩,৪০০ টাকা)

স্পেসিফিকেশন ও ফিচার

ওপো রেনো ১৪ ও রেনো ১৪ প্রো – দুটি মডেলেই থাকছে মিডিয়াটেক-এর নতুন চিপসেট। রেনো ১৪-এ ডাইমেনসিটি ৮৩৫০, এবং প্রো মডেলে রয়েছে আরও উন্নত ডাইমেনসিটি ৮৪৫০ প্রসেসর। সর্বোচ্চ ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ১ টেরাবাইট ইউএফএস ৩.১ স্টোরেজ পর্যন্ত অপশন থাকছে। দুটি ফোনেই প্রি-ইনস্টলড থাকবে অ্যান্ড্রয়েড ১৫ ও তার উপর ওপো-র নিজস্ব কাস্টমাইজড কালার ওএস ১৫।

ডিসপ্লে’র দিক থেকে রেনো ১৪-এ থাকছে ৬.৫৯ ইঞ্চি সমতল ওএলইডি স্ক্রিন, আর প্রো মডেলে ৬.৮৩ ইঞ্চির বড় ডিসপ্লে। উভয় স্ক্রিনেই ১.৫কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং সর্বাধিক ১২০০ নিট উজ্জ্বলতা। চোখের আরাম বজায় রাখতে রয়েছে ৩৮৪০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং প্রযুক্তি।

ফটোগ্রাফি প্রেমীদের জন্য থাকছে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা ব্যবস্থা। মূল ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, সঙ্গে থাকছে ৫০ মেগাপিক্সেলের পারিস্কোপ টেলিফটো ক্যামেরা (৩.৫ গুণ অপটিক্যাল জুম) এবং সামনে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রেনো ১৪-এ একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা থাকলেও, প্রো মডেলে সেই ক্যামেরাটিও উন্নীত করে ৫০ মেগাপিক্সেল করা হয়েছে।

রেনো ১৪ মডেলে থাকছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, আর প্রো মডেলে সেটি বাড়িয়ে ৬২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার করা হয়েছে। উভয় ফোনেই ৮০ ওয়াট দ্রুত চার্জিং-এর সুবিধা থাকলেও, প্রো মডেলে অতিরিক্ত ৫০ ওয়াট এয়ারভুক ওয়্যারলেস চার্জিং সাপোর্টও রয়েছে।

ফোন দু'টিতে IP66, IP68 এবং IP69 রেটিং দেওয়া হয়েছে। অর্থাৎ জল ও ধুলোতেও ফোনে কিছু হবে না। সিকিওরিটির জন্য রয়েছে ডিসপ্লের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সংযোগের ক্ষেত্রে থাকছে ৫জি, ৪জি ভিওএলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৪, এবং বিডৌ, জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, কিউজেডএসএস সহ একাধিক ন্যাভিগেশন সিস্টেম। ফোনে ইউএসবি টাইপ-সি পোর্টও রয়েছে।
 


ভিডিও স্টোরি