শেষ আপডেট: 7 November 2023 14:44
দ্য ওয়াল ব্যুরো: মধ্যবিত্তদের জন্য কম দামে ৪জি ফোন থেকে শুরু করে জিও গ্লাস তৈরি করে চমক দিয়েছে জিও। এবার সেই তালিকায় যোগ হল আরও একটি নতুন ডিভাইস। জিও মোটিভ (JioMotive) নামে এই ডিভাইসটি রিলায়েন্স আনছে গাড়ির জন্য!
কী কাজ করবে এই ডিভাইস? মূলত গাড়িকে আরও আধুনিক ও উন্নতমানের নিরাপত্তা দিতেই জিও মোটিভ ডিভাইসটি তৈরি করা হয়েছে। এতে জিপিএস সিস্টেম ব্যবহার করা হয়েছে। গাড়ি চুরি হয়ে যাওয়ার ভয় দূর করতেই নতুন ডিভাইস কাজে আসবে বলে দাবি রিলায়েন্স জিও-র। বাড়িতে বসেই আপনার গাড়ির গতিবিধির ওপর নজরদারি চালাতে পারবেন।
অনেক সময়ই দেখা যায় আপনার গাড়ি ব্যবহার করছে অন্য কেউ। কিংবা আপনার গাড়ি হয়তো ব্যবসার কাজে লাগিয়েছেন। এইসব ক্ষেত্রে ড্রাইভার সেই গাড়ি নিয়ে কোথায় যাচ্ছেন তা এই ডিভাইসই আপনাকে জানিয়ে দেবে। এই ডিভাইসটিতে রিয়েল টাইম লোকেশন ট্র্যাকিং, গাড়ির স্বাস্থ্য এবং ড্যামেজ শনাক্তকরণের মতো সুবিধা মিলবে। এটি একটা এমন ডিভাইস যা, সহজেই গাড়িতে ইন্সটল করতে পারবেন। সেই ডিভাইসটি আপনার মোবাইলের সঙ্গে যুক্ত থাকবে।
ডিভাইসটির দাম ৪ হাজার ৯৯৯ টাকা। এই ডিভাইস ব্যবহার করার জন্য প্রতি বছর ৫৯৯ টাকা বার্ষিক প্ল্যাটফর্ম ফি দিতে হবে। জিও অ্যাপেই থাকবে এই বিশেষ রিচার্জ ফেসিলিটি। তবে ব্যবহারকারীরা প্রথম বছর বিনামূল্যে এই পরিষেবা ব্যবহার করতে পাবেন। তারপর থেকে নির্ধারিত বার্ষিক ফি দিতে হবে।
কীভাবে গাড়িতে জিও মোটিভ ব্যবহার করবেন?
জিওমোটিভ হল একটি প্লাগ অ্যান্ড প্লে ডিভাইস। জিও মোটিভকে গাড়ির অন-বোর্ড ডায়াগনস্টিক বা ওবিডি পোর্টের সঙ্গে সংযুক্ত করতে হবে। এই পোর্ট সাধারণত গাড়ির স্টিয়ারিং হুইলের নীচে থাকে।
ব্যবহারকারীদের মোবাইলে জিও থিংস ডাউনলোড করতে হবে। তারপর সেখানে আপনার জিও নম্বর দিয়ে লগ ইন করতে হবে।
সেই অ্যাাপে জিও মোটিভ অপশন সিলেক্ট করতে হবে। তারপর আপনার ডিভাইসের আইএমইআই নম্বর লিখুন এবং প্রোসিড বিকল্প বেছে নিন।
এরপরও অবশ্য আপনাকে আপনার গাড়ির ব্যাপারে কিছু তথ্য পূরণ করতে হবে। জিও মোটিভটি ওবিডি পোর্টের সঙ্গে যুক্ত করলেই আপনি আপনার গাড়ি সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন আপনার ফোনেই।