প্রতীকী ছবি
শেষ আপডেট: 31 August 2024 14:38
দ্য ওয়াল ব্যুরো: জিও তার প্রিপেডের ক্ষেত্রে গ্রাহকদের জন্য একই সময়ে ২টি প্ল্যান অফার করে। যার বৈধতা থাকে ২৮ দিন। ৪৪৮ টাকার প্রিপেড প্ল্যানে ২৮ দিনের জন্য আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেবে এবং প্রতিদিন ১০০টি এসএমএসও পাওয়া যাবে। এই প্ল্যানে ৫৬ জিবি ডেটা দেওয়া হয়েছে, যা প্রতিদিন ২ জিবি পর্যন্ত ব্যবহার করা যায়। প্ল্যানের সঙ্গে ব্যবহারকারীরা জিও সিনেমা প্রিমিয়ামের সাবস্ক্রিপশন পান। এছাড়াও জিও টিভি, সোনি লিভ, জিফাইভ-সহ হইচই-এর সাবস্ক্রিপশনও পাওয়া যায়।
৪৪৯ টাকার প্ল্যানে বৈধতা মাত্র ২৮ দিনের। প্রতিদিন ৩ জিবি অর্থাৎ মোট ৮৪ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও রয়েছে আনলিমিটেড কলিং এবং ১০০ এসএমএস সুবিধা।