Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার
JioGlass

টিভি ছাড়াই টিভি দেখতে পারবেন জিও গ্লাসে, বিনোদনে ভরপুর চশমা পরলেই কেল্লাফতে!

জিও গ্লাস আরও বেশি উন্নত প্রযুক্তির সম্ভার নিয়ে আসছে গ্রাহকদের জন্য। টিভির সামনে না থেকেও, এই চশমা পরেই টিভি দেখতে পাবেন আপনি!

টিভি ছাড়াই টিভি দেখতে পারবেন জিও গ্লাসে, বিনোদনে ভরপুর চশমা পরলেই কেল্লাফতে!

শেষ আপডেট: 30 October 2023 18:04

দ্য ওয়াল ব্যুরো: জিও গ্লাস (Jio Glass) লঞ্চ করার পর থেকেই তা নিয়ে মানুষের মধ্যে একটা আলাদা কৌতূহলের জন্ম নিয়েছিল। দেখতে পুরো সাধারণ চশমার মতো, কিন্তু তার মধ্যেই লুকিয়ে এমন সব বৈশিষ্ট্য যা মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এবার এই জিও গ্লাস আরও বেশি উন্নত প্রযুক্তির সম্ভার নিয়ে আসছে গ্রাহকদের জন্য। টিভির সামনে না থেকেও, এই চশমা পরেই টিভি দেখতে পাবেন আপনি!

কী ভাবছেন, এও সম্ভব নাকি? হ্যাঁ, সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস বা IMC2023 সম্মেলনে জিও তাদের নতুন প্রোডাক্ট লঞ্চ করল। শুধু স্টাইলের দিক থেকে নয়, এই গ্লাসের অভিনবত্ব মুগ্ধ করবে গ্রাহকদের, এমনই দাবি রিলায়েন্স জিও কর্তাদের। 

নতুন জিও গ্লাস সম্পর্কে জানতে হলে, একটু পিছনে হাঁটা যাক। ২০১৯ সালে রিলায়েন্স, টেসের‍্যাক্ট (Tesseract) নামে একটি কোম্পানি অধিগ্রহণ করে। সেই কোম্পানির পণ্য হল স্মার্ট গ্লাস, যা পরবর্তীকালে আমাদের কাছে জিও গ্লাস নামে পরিচিতি পেয়েছে। অগমেন্ট রিয়েলিটি (AR) ও ভার্চুয়াল রিয়েলিটি (VR)--- এই দুই প্রযুক্তির মিশ্রণে টেসের‍্যাক্ট ক্যামেরা, স্মার্ট গ্লাসের মতো নানান পণ্য তৈরি করত। 

রিলায়েন্স কোম্পানিটি নেওয়ার পর থেকেই এইসব পণ্যগুলি আরও উন্নত হতে শুরু করে। সম্প্রতি জিও যে স্মার্ট গ্লাসের কথা বলছে, তা আপনার টিভি দেখার অভিজ্ঞতাকে পাল্টে দেবে। আপনি চশমার সঙ্গেই আপনার স্মার্ট টিভি কানেক্ট করে নিতে পারবেন। ফলে আপনি চোখের সামনে ১০০ ইঞ্চি স্ক্রিনে নিজের পছন্দের কন্টেন্ট দেখতে পাবেন।

নতুন জিও গ্লাসের ওজন মাত্র ৬৯ গ্রাম। ধাতব ধূসর রঙের ফ্রেম থাকছে এতে, যা খুবই স্টাইলিশ। এছাড়াও এই চশমায় প্রতিটি চোখের জন্য আলাদা আলাদাভাবে ১০৮০পি ডিসপ্লে থাকছে। চশমার হাতলের যে অংশ কানের কাছে রয়েছে, সেখানে দুটি স্পিকার থাকবে। যার মাধ্যমে কোনও কন্টেন্ট ভালভাবে শুনতে পারবেন। 

এই চশমায় এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা আপনাকে বাইরের জগত থেকে বিচ্ছিন্ন করে দেবে এবং তখন আপনি কেবল চোখের সামনে আপনার পছন্দের কন্টেন্ট দেখতে পারবেন। আপনি আপনার মোবাইলের সঙ্গে এই স্মার্ট গ্লাস যুক্ত করতে পারবেন আপনি। 

এই স্মার্ট গ্লাসের দাম সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। শোনা যাচ্ছে, এই বছরের শেষের দিকেই ভারতীয় বাজারে আসতে পারে জিও গ্লাস।


ভিডিও স্টোরি