Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার
Password Hack

নিরাপদ নয় আপনার জটিল পাসওয়ার্ডও, কী করতে বলছেন সাইবার বিশেষজ্ঞরা?

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শুরু করে যে কোনও তথ্যকে সুরক্ষিত রাখতে মন মতো পাসওয়ার্ড দিয়ে রাখেন অনেকেই।

নিরাপদ নয় আপনার জটিল পাসওয়ার্ডও, কী করতে বলছেন সাইবার বিশেষজ্ঞরা?

ফাইল চিত্র

শেষ আপডেট: 11 November 2024 14:10

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শুরু করে যে কোনও তথ্যকে সুরক্ষিত রাখতে মন মতো পাসওয়ার্ড দিয়ে রাখেন অনেকেই। কিন্তু সাইবার বিশেষজ্ঞদের মতে, যত কঠিনই পাসওয়ার্ড দেওয়া হোক না কেন তা হ্যাক করে নেওয়া হচ্ছে।স্মার্টফোনের কিবোর্ডে টাইপিং তথা কিস্ট্রোকের শব্দ শুনেও পাসওয়ার্ড চুরি করতে পারে প্রতারকরা। আর তা থেকেই নাকি হচ্ছে আসল বিপদ।

গবেষকরা জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ঠিক এই ভাবেই মানুষের পাসওয়ার্ড হাতিয়ে নেওয়ার ফন্দি এঁটেছে সাইবার জালিয়াতরা। বিভিন্ন এআই প্রোগ্রাম ব্যবহার করে, হ্যাক করে নেওয়া হচ্ছে যে কোনও গুরুত্বপূর্ণ তথ্য।

সদ্য প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, ২০২৩ সালে শুধু ভারত কেন, সারা বিশ্বেই সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড ‘১২৩৪৬’। পাসওয়ার্ড ম্যানেজমেন্ট সলিউশন কোম্পানি নোর্ডপাস দাবি করেছে, ব্যবহারকারীরা সবথেকে বেশি তাঁদের স্ট্রিমিং অ্যাকাউন্টের জন্য দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করেন।

বিশেষজ্ঞদের মতে, অনেকে একই পাসওয়ার্ড সব অ্য়াকাউন্টে ব্যবহার করতে পারেন। এতেই বিপদ বাড়ে। কারণ, হ্যাকাররা একটি পাসওয়ার্ড ব্রেক করতে পারলেই বাকি অ্য়াকাউন্টগুলিও তাদের কব্জায় নিয়ে আসতে পারে। ফলে বিভিন্ন অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড রাখা খুব প্রয়োজনীয়।

সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে হলে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা যেতে পারে। এটি একটি অত্যাধুনিক সিকিউরিটি অ্যাপ। এর একটি বিশেষ সুবিধা রয়েছে। এতে যাবতীয় পাসওয়ার্ড সেভ করে রাখা সম্ভব। এখান থেকে হ্যাক হয়ে যাওয়ারও সম্ভাবনা নেই বললেই চলে।

পাসওয়ার্ড তৈরি করার সময় যে একটি বিশেষ জিনিস মাথায় রাখা প্রয়োজন। তা হল পাসওয়ার্ডে কখনও জন্মের তারিখ ব্যবহার করা উচিত নয়। যদি কেউ ব্যবহার করবেন বলে মনে করেন, তাহলে তা সঠিকের জায়গায় ভুল লেখা উচিত। এতে পাসওয়ার্ড হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। বিশেষ খেয়াল রাখতে হবে যে আপনার পাসওয়ার্ড কমপক্ষে ৮ অক্ষরের দীর্ঘ হওয়া উচিত। এতে একটি বিশেষ অক্ষর যেমন @, &, %, # এবং ছোট-বড় বর্ণমালা ব্যবহার করা উচিত।


ভিডিও স্টোরি