Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
হাসিনাকে নিয়ে বিবিসি'র রিপোর্ট অসত্য, বিকৃত, এআই দিয়ে তৈরি, দাবি আওয়ামী লিগেরগুজরাতে সেতু ভেঙে নদীতে পড়ল গাড়ি, মৃত বেড়ে ১১, শোকপ্রকাশ বাংলাদেশ হাই কমিশনারের'২১ জুলাই এখন শহিদ দিবস নয়, হয়ে উঠেছে পিকনিক দিবস,' কটাক্ষ অধীর চৌধুরীর২ বাংলায় কি একই সময় ভোট? বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথায় জল্পনা, ভালমন্দ নিয়ে চর্চা শুরু এবার ভারতে পরিষেবা দেবে মাস্কের স্টারলিঙ্ক! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেটকোচিং নয়, এবার কোর্টের ডাক! কর ফাঁকির অপরাধে কার্লো অ্যান্সেলোত্তিকে হাজতবাসের নির্দেশ ‘স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে চুপ থাকব?’, ডাক্তার নিগ্রহের অভিযোগ উঠতেই বিস্ফোরক কাঞ্চনরাজন্যার বিরুদ্ধে সরব বৈশালী, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দলকে কালিমালিপ্ত করছে’ক্যান্টিন কর্মীকে মারধরের ঘটনায় ক্ষুব্ধ ফড়নবিস, 'নিন্দনীয় ঘটনায়' উপযুক্ত পদক্ষেপের দাবিওড়িশায় গাড়িতে পিষ্ট হয়ে যুবকের মৃত্যু! কীভাবে দুর্ঘটনা? দ্য ওয়ালকে বললেন তৃণমূল বিধায়ক
Lamine Yamal

সতেরোর ইয়ামালের প্রেমিকা ৩০ বছরের ফাতি! তোলাপাড় সোশ্যাল মিডিয়া

এবার মাঠের বাইরের ইয়ামালকে নিয়েও শুরু হয়েছে জোর গুঞ্জন। তিনি নাকি প্রেমে পড়েছেন! প্রেমিকার বয়স নাকি ৩০ বছর। অর্থাৎ ইয়ামালের থেকে ১৩ বছরের বড়। এই গুঞ্জন ক্রমশ শাখা-প্রশাখাও বিস্তার করছে। 

সতেরোর ইয়ামালের প্রেমিকা ৩০ বছরের ফাতি! তোলাপাড় সোশ্যাল মিডিয়া

লামিনে ইয়ামাল ও ফাতি ভাজকুয়েজ

শেষ আপডেট: 18 June 2025 13:58

দ্য ওয়াল ব্যুরো: মাত্র সতেরো বছর বয়স। এখনও যৌবনে পা দেননি। কিন্তু লামিনে ইয়ামাল (Lamine Yamal) এখন বিশ্ব-ফুটবলের আলোচ্য বিষয়। এই বয়েসেই সবুজ গালিচায় তিনি যে দ্যুতি ছড়িয়েছেন, তা নিয়ে আলোচনা হচ্ছে সর্বত্র। এমনকি দাবি উঠেছে বার্সেলোনার এই ফুটবলারকে এবার ব্যালন ডি অরঁ দেওয়া হোক।

এবার মাঠের বাইরের ইয়ামালকে নিয়েও শুরু হয়েছে জোর গুঞ্জন। তিনি নাকি প্রেমে পড়েছেন (Fallen in Love)! প্রেমিকার বয়স নাকি ৩০ বছর। অর্থাৎ ইয়ামালের থেকে ১৩ বছরের বড়। এই গুঞ্জন ক্রমশ শাখা-প্রশাখাও বিস্তার করছে। 

জানা গিয়েছে ইয়ামালের ভালবাসার মানুষের নাম ফাতি ভাজকুয়েজ (Fati Vazquez)। পেশায় তিনি একজন ফ্লাইট অ্যাটেন্ড্যান্ট ও ইনফ্লুয়েন্সার। তাঁকেই নাকি মন দিয়েছেন স্প্যানিশ ফুটবলের সেনসেশন। সোশ্যাল মিডিয়ায় এখন এই অসম প্রেম নিয়ে জোরদার আলোচনা চলছে। 

তোলপাড় সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলেছেন, বেপরোয়া চলছেন ইয়ামাল। কেরিয়ারে মন দেওয়া উচিত। অনেকেই জ্ঞান দিয়েছেন, এটা প্রেমের বয়স নয়। কেউ আবার বলেছেন, বয়সের পার্থক্যটা বিবেচনা কর।

তবে ইয়ামালকে এই ধরনের কথা শুনতে হলেও তাঁর প্রেমিকার ক্ষেত্রে বিষয়টি সাংঘাতিক হয়ে উঠেছে। ফাতি শুধু বিব্রতকর মেসেজই নয়, রীতিমতো হত্যার হুমকি শুনেছেন। বিষয়টি নিয়ে জলঘোলা হওয়ার শুরু মূলত লামিনের কয়েকটি ছবি প্রকাশের পর।

আসলে সম্প্রতি ইতালিতে গিয়েছিলেন ইয়ামাল। সেখানকার কিছু ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেখানে রয়েছে হেলিকপ্টার, রিসোর্ট, সুইমিং পুল এবং নৌকোর ছবি। ফাতিও ঠিক একইরকম ছবি পোস্ট করেছেন। আর তাতেই শুরু গুঞ্জন।

এদিকে, ইয়ামাল দাবি করেছেন, তিনি একা সেখানে যাননি। তাঁর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন স্পেনের জাতীয় দলের সতীর্থরাও। কিন্তু ইয়ামাল যে ছবিগুলি পোস্ট করেছেন, তাতে অন্য কোনও ফুটবলারকে দেখা যায়নি। 

স্পেনের বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, ইনফ্লুয়েন্সার ফাতির সঙ্গে নাকি ইয়ামাল বেড়াতে গিয়েছিলেন। কিন্তু ফাতির বয়স এদিকে ৩০ বছর! এখানেই শুরু জল্পনা। কেউ কেউ রোনাল্ডিনহো, নেইমারের মতো তারকার নাম টেনে ইয়ামালকে মিলিয়েছেন। কেউ কেউ অল্পতেই প্রতিভাবান ফুটবলারকে হারানোর শঙ্কা করছেন। তবে বিষয়টির সত্যতা এখনও আসেনি।

ইয়ামাল একটি ছবি পোস্ট করেছেন হোটেলের ডাইনিং টেবিলের। সেখানে আবার লিখেছেন, ‘আমার বোন দারুণ রান্না করে।’ কিন্তু এই তত্ত্বে বিশ্বাস করছে না মিডিয়ার এক অংশ।

জাভি ডে হাওস নামের একজন সাংবাদিক ইয়ামালের কাছে বিষয়টির সত্যতা জানতে চেয়েছিলেন। তাঁকে ইয়ামাল নাকি বলেছেন, ঘটনা সত্য। তবে তাঁদের মধ্যে কোনও সম্পর্ক নেই। একই সঙ্গে তিনি হাওসকে বলেছেন, ফাতি তাঁর সঙ্গে যানি, ইতালিতে গিয়েই তাঁদের দেখা হয়

এদিকে ফাতি অবশ্য ওয়াটার বোটের ছবি বা একই স্থানে তোলা দৃশ্য নিয়ে কিছু বলেননি। ৩০ বছরের এই ইনফ্লুয়েন্সার ইয়ামালের সঙ্গে রোমান্সের বিষয়টি এড়িয়ে গেছেন। তবে তিনি জানিয়েছেন, তাঁকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে। 

এর আগে গত বছর স্পেন ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পরে যখন মাঠে সেলিব্রেশন চলছিল, সেই সময়ে ইয়ামালকে দেখা গিয়েছিল তাঁর বান্ধবী স্পেনের টিকটক স্টার আলেক্স পাদিয়ার সঙ্গে। 


ভিডিও স্টোরি