সিনিয়র জাতীয় দলের সাপ্লাই লাইন সুগম করার জন্য ফেডারেশন দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে। তারই অঙ্গ হিসাবে ভারতীয় অনূর্ধ্ব-২৩ দল যথাক্রমে ১৮ জুন এবং ২১ জুন তাজিকিস্তান অনূর্ধ্ব-২৩ এবং কিরগিজস্তান প্রজাতন্ত্রের অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হবে।
দীপেন্দু বিশ্বাস
শেষ আপডেট: 22 May 2025 18:24
দ্য ওয়াল ব্যুরো: আগামী মাসে তাজিকিস্তানের দুশানবেতে এক্সপোজার প্রীতি ম্যাচ (Exposure Friendly Matches in Dushanbe) খেলবে ভারতের অনূর্ধ্ব-২৩ দল (India U23 men’s national team)। বৃহস্পতিবার সেই ম্যাচের জন্য দল ঘোষণা করলেন ভারতের অনূর্ধ্ব-২৩ পুরুষ দলের প্রধান কোচ নওশাদ মুসা (Head Coach Naushad Moosa)। এই দলে সুযোগ পেয়েছেন মোহনবাগানের দীপেন্দু বিশ্বাস (Dipendu Biswas)।
সিনিয়র জাতীয় দলের সাপ্লাই লাইনসুগম করার জন্য ফেডারেশন (AIFF) দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে। তারই অঙ্গ হিসাবে ভারতীয় অনূর্ধ্ব-২৩ দল যথাক্রমে ১৮ জুন এবং ২১ জুন তাজিকিস্তান অনূর্ধ্ব-২৩ এবং কিরগিজস্তান প্রজাতন্ত্রের অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হবে।
দুশানবে যাওয়ার আগে ১ জুন থেকে কলকাতায় রয়েছে অনুশীলন শিবির। সেখান থেকেই তারা ১৬ জুন দুশানবের উদ্দেশে রওয়ানা দেবে।
ভারতীয় অনূর্ধ্ব-২৩ দলের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে এআইএফএফ ফিফা আন্তর্জাতিক উইন্ডোজ চলাকালীন শিবির এবং এক্সপোজার প্রীতি ম্যাচ আয়োজন করেছে। এর প্রধান উদ্দেশ্য হল, এই বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্ব এবং ২০২৬ সালে জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের প্রস্তুতি নেওয়া।
প্রীতি এক্সপোজার ম্যাচের সূচি:
১৮ জুন: তাজিকিস্তান বনাম ভারত
২১ জুন: কিরগিজ প্রজাতন্ত্র বনাম ভারত
ভারত অনূর্ধ্ব-২৩ পুরুষদের জাতীয় দলের সম্ভাব্য তালিকা:
গোলরক্ষক: সাহিল, প্রিয়াংশ দুবে, মহম্মদ আরবাজ।
ডিফেন্ডার: নিখিল বার্লা, দীপেন্দু বিশ্বাস, বিকাশ ইউমনাম, প্রমবীর, ক্লারেন্স ফার্নান্ডেজ, সাজাদ হুসেন প্যারে, মহম্মদ সাহেফ, শুভম ভট্টাচার্য, সুমন দে।
মিডফিল্ডার: ভিবিন মোহানান, লালরেমটলুয়াঙ্গা ফানাই, ভিনিথ ভেঙ্কটেশ, হর্ষ পাত্রে, রাহুল রাজু, লালরিনলিয়ানা হানামতে, ম্যাকার্টন লুই নিকসন, ম্যাঙ্গলেন্থাং কিপগেন, চিংগাংবাম শিভালদো সিং, মোহাম্মদ আইমেন, হুইড্রোম থোই সিং।
ফরোয়ার্ড: পার্থিবসুন্দর গগৈ, মো সুহেল, কোরো সিং থিঙ্গুজাম, মহম্মদ সানান কে, অ্যালান শাজি, জোসেফ সানি।
প্রধান কোচ: নওশাদ মুসা।
সহকারী কোচ: রেমুস দামিয়াও গোমেজ।
গোলকিপার কোচ: দীপঙ্কর চৌধুরী।
স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ: দিবাকর মনোহর।