মে-জুন আন্তর্জাতিক উইন্ডোতে উজবেকিস্তানের কাছে হেরে গিয়েছিল ভারতীয় মহিলা দল। এর ফলে ৯.৯৩ র্যাঙ্কিং পয়েন্ট খুইয়েছে ব্লু টাইগ্রেসেস। যার জেরেই তাদের র্যাঙ্কিংয়ের এই পতন।
ভারতীয় মহিলা ফুটবল দল
শেষ আপডেট: 12 June 2025 10:53
দ্য ওয়াল ব্যুরো: পুরুষদের তুলনায় ভারতীয় মহিলা দল ফিফা র্যাঙ্কিংয়ের (Fifa Ranking) অনেকটাই উপরে রয়েছে। বর্তমানে মেন ইন ব্লুজ রয়েছে (India Male Team) ১২৭ নম্বরে আর মহিলারা (India Female Team) ৭০ নম্বরে। তবে এর আগের তালিকা অনুয়ায়ী ওমেন ইন ব্লুজ ছিল ঠিক এক ধাপ নীচে, ৬৯ নম্বরে।
বুধবার হংকংয়ের কাছে এশিয়া কাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হেরে গিয়েছে ভারতের ফুটবল দল। এর ফলে তাদের র্যাঙ্কিংয়ে পতন অবশ্যম্ভাবী। এর মধ্যেই জানা গেল দেশের মহিলা দলও র্যাঙ্কিংয়ে এক ধাপ নেমে গিয়েছে।
বৃহস্পতিবার বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা সর্বশেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে। যাতে দেখা যাচ্ছে, ভারতীয় মহিলা জাতীয় দল ৭০তম স্থানে রয়েছে। যা ভারতীয় মহিলা ফুটবল দলের ক্ষেত্রে সর্বনিম্ন (Lowest Ever)।
মে-জুন আন্তর্জাতিক উইন্ডোতে উজবেকিস্তানের কাছে দু’টি ম্যাচে (২৯ মে ও ৩ জুন) হেরে গিয়েছিল ভারতীয় মহিলা দল। এর ফলে ৯.৯৩ র্যাঙ্কিং পয়েন্ট খুইয়েছে ব্লু টাইগ্রেসেস। যার জেরেই তাদের র্যাঙ্কিংয়ের এই পতন।
ভারতীয় মহিলা দলের সেরা র্যাঙ্কিং ছিল ২০১৩ সালের ডিসেম্বরে। সেই সময় র্যাঙ্কিং ছিল ৪৯। ২০২২ সালের আগস্ট পর্যন্ত এটি ৫০-এর কাছাকাছি ছিল। কিন্তু গত তিন বছরে র্যাঙ্কিংয়ের অনেকটাই পতন হয়েছে মহিলা দলের। তবে এশিয়া র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ভারতীয় মহিলারা অবশ্য উপর দিকেই আছে। এশিয়া স্তরে তারা রয়েছে ১২তম স্থানে।