Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
৩০ বছর পর কাশ্মীরের হ্রদে ফুটল পদ্ম, 'ঈশ্বরের উপহার' ফিরে পেয়ে আবেগে ভাসলেন চাষিরাকাশ্মীর এখন আর ‘ফাঁকা’ নয়, কলকাতায় এসে পর্যটকদের আমন্ত্রণ মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লারশীতলকুচিতে মন্দিরে পুজো দিতে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক'পুনর্বিবেচনা নয়, সময়টাই আসল সমস্যা', বিহারের ভোটার তালিকা নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের'পঞ্চায়েত'-এর সিজন হিট হলেও বেতন বাড়ে না! তবে আমার কিন্তু বেড়েছে: ফয়জল মালিকজোরকদমে এগোচ্ছে জোকা-বিবাদী বাগ মেট্রোর কাজ! খিদিরপুর থেকে ভিক্টোরিয়া, খোঁড়া শুরু হল আজফ্লপ ছবির পর সব হারান পরিচালক, মেয়ে নাচতে ও ছেলে মিমিক্রি করতে বাধ্য হন পথঘাটে!বিয়ের আগে মূর্ছা গেলেন নীতু, কনেকে সাজালেন প্রিয় বান্ধবী রেখাবিহারে মহিলার ভোটার কার্ডে নীতীশ কুমারের ছবি! কমিশনের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তৃণমূলের'আমরা তো অ্যাংজাইটি অ্যাটাক কথাটাই শুনিনি!' মানসিক স্বাস্থ্য নিয়ে মুখ খুলে বিতর্কে জয়া
David Beckham

এবার থেকে স্যার বেকহ্যাম, নাইটহুড পেলেন ম্যান ইউ কিংবদন্তি

নাইটহুড পাওয়ার পর এবার থেকে বেকহ্যামের নামের সঙ্গে ‘স্যার’ উপাধি যোগ হবে এবং তাঁর স্ত্রী স্পাইস গার্লস ব্যান্ডের প্রাক্তন সদস্য ভিক্টোরিয়া বেকহাম পরিচিত হবেন ‘লেডি বেকহ্যাম’ হিসাবে।

এবার থেকে স্যার বেকহ্যাম, নাইটহুড পেলেন ম্যান ইউ কিংবদন্তি

ডেভিড বেকহ্যাম

শেষ আপডেট: 14 June 2025 11:36

দ্য ওয়াল ব্যুরোনাইটহুড (Knighthood) সম্মানে ভূষিত হলেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম (David Beckham)। ইংল্যান্ডের জাতীয় দলের এই প্রাক্তন অধিনায়ককে খেলাধুলা ও দাতব্যকাজে অবদানের জন্য ‘নাইটহুড’ দেওয়া হয়েছে। ফুটবল-বিশ্বের এই ফ্যাশান আইকনের পাশাপাশি এই সম্মানে ভূষিত করা হয়েছে রক ব্যান্ড ‘দ্য হু’–এর গায়ক ও সহপ্রতিষ্ঠাতা রজার ডালট্রে ও হলিউড অভিনেতা গ্যারি ওল্ডম্যানকেও

ইংল্যান্ডের জাতীয় দলের জার্সিতে ১১৫টি ম্যাচ খেলেছেন বেকহ্যাম। তাঁর ফুটবল শৈলী মুগ্ধ করেছে গোটা বিশ্বকে। ফ্রি কিক ও দূরপাল্লার মাপা পাস তাঁর ট্রেড মার্ক ছিল। ম্যানচেস্টার ইউনাইটেডের এই ঘরের ছেলে খেলেছেন রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও পিএসজির জার্সিতেও। 

রেড ডেভিলসের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন ৫০ বছর বয়সি এই প্রাক্তন মিডফিল্ডার। বুট জোড়া তুলে রাখার পরও ফুটবল থেকে সরে যাননি বেকহ্যাম। মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির সহ-মালিক তিনি। নাইটহুড পাওয়ার পর এবার থেকে বেকহামের নামের সঙ্গে ‘স্যার’ উপাধি যোগ হবে এবং তাঁর স্ত্রী স্পাইস গার্লস ব্যান্ডের প্রাক্তন সদস্য ভিক্টোরিয়া বেকহ্যাম পরিচিত হবেন লেডি বেকহ্যাম’ হিসাবে

নাইটহুড পাওয়ার পর প্রেস অ্যাসোসিয়েশনকে দেওয়া বিবৃতিতে বেকহ্যাম বলেছেন, “পূর্ব লন্ডনে বাবা–মা ও দাদু-দিদিমার সঙ্গে বেড়ে উঠেছি। ওঁরা ভীষণ দেশপ্রেমিক ছিলেন এবং ব্রিটিশ হওয়ার জন্য গর্ববোধ করতেন। কখনও ভাবিনি এমন সম্মান পাব। আমি খুব ভাগ্যবান। কারণ, যে কাজ আমি করতে চাই, সেটা করতে পারছি। এই স্বীকৃতি পাওয়ার জন্য কৃতজ্ঞ।’

খেলাধুলা, ফ্যাশন ও ব্যবসা- সব মিলিয়ে বেকহ্যাম নিজেকে বৈশ্বিক আইকনে পরিণত করেছেন। তারই ফলশ্রুতিতে এই সম্মান। ব্রিটেনের সম্মানসূচক উপাধিগুলির মধ্যে এটি অন্যতম। রাজা তৃতীয় চার্লসের জন্মদিনের ‘অনার্স লিস্ট’–এ বেকহ্যামকে শুক্রবার নাইটহুড দেওয়া হয়।


ভিডিও স্টোরি