বাকি সবকিছু বাদ দিয়ে যদি শুধুমাত্র দৌড়ের কথাই ধরি, তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে: কে জিতত, যদি কেরিয়ারের তুঙ্গে থাকা তরুণ রোনাল্ডো ও এখনকার এমবাপে রেসে নামতেন?
এমবাপে-রোনাল্ডো
শেষ আপডেট: 12 June 2025 11:43
দ্য ওয়াল ব্যুরো: নীতিমালার গল্পে ছিল খরগোশ বনাম কচ্ছপের দৌড়। চ্যাটজিপিটি যুগে সেটা বদলে দাঁড়িয়েছে দুই খরগোশের রেসে!
উপমায় বলা। আসলে দুজন ক্ষিপ্রগতির ফুটবলারের কাহিনি। একদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo), অন্যদিকে কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। শুধুমাত্র অবিশ্বাস্য ড্রিবলিং বা নিখুঁত ফিনিশিং নয়—দুজন গতির জন্যও পরিচিত, খ্যাতিমান। ফুলব্যাকদের পিছনে ঠেলে মুহূর্তে পেনাল্টি বক্সে ঢুকে পড়েন। তারপর লক্ষ্যভেদী শটে বল জড়ায় জালে।
বাকি সবকিছু বাদ দিয়ে যদি শুধুমাত্র দৌড়ের কথাই ধরি, তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে: কে জিতত, যদি কেরিয়ারের তুঙ্গে থাকা তরুণ রোনাল্ডো ও এখনকার এমবাপে রেসে নামতেন? সময়কে সত্যি সত্যি পেছনে ঠেলাটা অসম্ভব। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার জমানায় কোনওকিছুই অসাধ্য নয়। সেটা আরও একবার প্রমাণ করল একটি ইউটিউব চ্যানেল। নাম ‘মোশনঅ্যাথলিট’ (MotionAthlete)। যারা থ্রিডি সিমুলেশনকে কাজে লাগিয়ে অঙ্ক কষে জানিয়ে দিল দৌড়ের ফলাফল।
কী দাঁড়িয়েছে হিসেব? এমনিতে স্পেনে থাকতে বল পায়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ১০ সেকেন্ডে ৯৬ মিটারের রেকর্ড ছুঁয়েছিলেন। ফিফার সরকারি হিসেব বলছে, পর্তুগিজ তারকার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২১ মাইল/ঘণ্টা। যা দেখে এক সময় বিশ্বের দ্রুতগতির অ্যাথলিট উসেইন বোল্ট (Usain Bolt) হাত তুলে জানান, রোনাল্ডোর সঙ্গে তিনি রেসে নামবেন না। তার কারণ নামলেই হারতে হবে। বলেন, ‘রোনাল্ডো ভীষণ তরতাজা। প্রতিদিন পরিশ্রম করে চলে। দুর্দান্ত অ্যাথলিট। এখন ও আমার চেয়েও ক্ষিপ্র।‘
রোনাল্ডোর প্রতিদ্বন্দ্বী মেসি (Lionel Messi) একই রকম গতির মালিক হলেও তিনি বল পায়ে বেশি জোরে ছোটেন। বল ছাড়া দৌড়ের হিসেবে রোনাল্ডো এগিয়ে।
থ্রিডি সিমুলেশনে দুজনের গতির হিসেবও উঠে এসেছে। জানা যাচ্ছে, সেরা ফর্মে থাকা অবস্থায় আর্জেন্তিনীয় তারকা ১০০ মিটার শেষ করতেন ১১.৯৫ সেকেন্ডে। রোনাল্ডোর সময় লাগত ১১.১৫ সেকেন্ড।
আর এমবাপে? ফ্রান্সের তারকা, যিনি দৌড়ে অনেক ডিফেন্ডারের ঘাম ছুটিয়েছেন, ‘মোশনঅ্যাথলিটে’র অঙ্ক বলছে, ১০০ মিটারের রেস খতম করতে সময় নিতেন ১১.০৫ সেকেন্ড—অর্থাৎ, মেসি ও রোনাল্ডো দুজনের চাইতেও কম সময়ে টাচলাইন পেরোতেন রিয়াল মাদ্রিদের তারকা।
তাহলে উপসংহার দাঁড়াল এই: ‘খরগোশে’র রেসে এক নম্বরে এমবাপে, দুইয়ে রোনাল্ডো, তিনে মেসি।