এবারের ক্লাব বিশ্বকাপে খেলবে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। এই দলে রয়েছেন লুইস সুয়ারেজ, জার্ডি আলবা, সের্জিও বুসকেতসের মতো তারকা ফুটবলাররা।
লিওনেল মেসি
শেষ আপডেট: 12 June 2025 11:22
দ্য ওয়াল ব্যুরো: ১৪ জুন থেকে শুরু হবে ফিফা ক্লাব বিশ্বকাপ (FIFA Club World Cup 2025)। চলবে ১৩ জুলাই পর্যন্ত। এবারের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে (United States Of America)। এই টুর্নামেন্টটিকে আগামী বছর ফিফা বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেও দেখা হচ্ছে। কারণ ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। ফাইনালও অনুষ্ঠিত হবে সেই দেশেই।
ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নেয় বিভিন্ন মহাদেশের সেরা ক্লাবগুলি। আগে এই প্রতিযোগিতা নিয়ে সেরকম আকর্ষণ ছিল না। কারণ ইউরোপ ও লাতিন আমেরিকার ক্লাবগুলি ছাড়া বাকি মহাদেশের ক্লাবগুলি অনেকটাই দুর্বল থাকত। তবে এখন বিশ্বের নামি ফুটবলারা আমেরিকার পাশাপাশি এশিয়া মহাদেশের বিভিন্ন ক্লাবে খেলতে আসছেন। ফলে ফিফা ক্লাব বিশ্বকাপের গুরুত্ব আগের থেকে অনেকটাই বেড়েছে। এবার ক্লাব বিশ্বকাপে দল সংখ্যা বেড়ে হয়েছে ৩২টি।
এবারের ক্লাব বিশ্বকাপে খেলবে লিওনেল মেসির (Lionel Messi) ইন্টার মিয়ামি (Inter Miami)। তাই আরও একটি খেতাব জয়ের সামনে তিনি। এই দলে রয়েছেন লুইস সুয়ারেজ, জার্ডি আলবা, সের্জিও বুসকেতসের মতো তারকা ফুটবলাররা। বার্সার জার্সিতে মাঠে ফুল ফোটাতেন এই চার তারকা।
বুধবার ইন্টার মিয়ামি তাদের দল ঘোষণা করেছে ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫-এর জন্য। দলকে এই টুর্নামেন্টে নেতৃত্ব দেবেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি।
ইন্টার মিয়ামির ফিফা ক্লাব বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: ড্রেক ক্যালেন্ডার, রোকো রিওস নোভো, অস্কার উস্তারি, উইলিয়াম ইয়ারব্রো।
ডিফেন্ডার: জর্ডি আলবা, নোয়া অ্যালেন, টমাস অ্যাভিলেস, ইজরায়েল বোটরাইট, ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকন, ইয়ান ফ্রে, গঞ্জালো লুজান, টাইলার হল, ডেভিড মার্টিনেজ, রায়ান সেইলর, মার্সেলো ওয়েইগ্যানডট।
মিডফিল্ডার: ইয়ানিক ব্রাইট, সার্জিও বুসকেতস, বেঞ্জামিন ক্রেমাসচি, সান্তিয়াগো মোরালেস, ফেদেরিকো রেডন্ডো, বালতাসার রদ্রিগেজ, ডেভিড রুইজ, টেলাস্কো সেগোভিয়া।
ফরোয়ার্ড: লিও আফনসো, তাদেও আলেন্দে, লিওনেল মেসি, অ্যালেন ওবান্দো, ফাফা পিকাল্ট, লুইস সুয়ারেজ।