এক মাস ব্যাপী এই সামার কোচিং ক্যাম্পে অংশ নিয়েছিল ৭০ জন শিক্ষার্থী। ৮ থেকে ১২ বছরের বালক, বালিকাদের অংশগ্রহণে শিবিরটি বিশেষ সাফল্য অর্জন করেছে।
ইন্ডিয়ান ওয়েল সামার টেবল টেনিস কোচিং ক্যাম্প
শেষ আপডেট: 14 June 2025 14:11
দ্য ওয়াল ব্যুরো: শনিবার শেষ হল ইন্ডিয়ান ওয়েল সামার টেবল টেনিস কোচিং ক্যাম্প (Indian Oil Summer Table Tennis Coaching Camp)। এই শিবিরের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বাঘাযতীনের বিবেকানন্দ মিলন সংঘে।
এক মাস ব্যাপী এই সামার কোচিং ক্যাম্পে অংশ নিয়েছিল ৭০ জন শিক্ষার্থী। ৮ থেকে ১২ বছরের বালক, বালিকাদের অংশগ্রহণে শিবিরটি বিশেষ সাফল্য অর্জন করেছে।
পাঁচটি কেন্দ্রে এই শিবির অনুষ্ঠিত হয়েছেন। শিবিরগুলি হল সিএলটি ঢাকুরিয়া, বালিগঞ্জ ইন্সটিটিউট গরিয়াহাট, ডিপি ঘোষ মেমোরিয়াল সোনারপুর, ড্রিম ক্যাচার জোন হরিদেবপুর, বিবেকানন্দ মিলন সংঘ বাঘাযতীন।
সমাপ্তি অনুষ্ঠানে শিবিরে অংশগ্রহণকারী সমস্ত প্রশিক্ষার্থীকে সার্টিফিকেট ও মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়। এদিনের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন আন্তর্জাতিক প্যাডলার সৌরভ চক্রবর্তী। তিনি সদ্যসমাপ্ত বিশ্ব টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের কোচ ছিলেন।
এবার ৩৯ বছরে পা দিয়েছে ইন্ডিয়ান ওয়েল সামার টেবল টেনিস কোচিং ক্যাম্প। এই শিবির থেকে প্রচুর শিক্ষার্থী উঠে এসে রাজ্য ও জাতীয় স্তরে প্রতিষ্ঠা পেয়েছেন।