ভারতের পুরুষ ফুটবল দল যখন অন্ধকারের চোরাগলিতে ঘুরপাক খাচ্ছে তখন জাতীয় পতাকা তুলে ধরার দায়িত্ব নিয়ে নিয়েছে মহিলা দল।
ছবি-সংগৃহীত।
শেষ আপডেট: 5 July 2025 17:15
দ্য ওয়াল ব্যুরো: ভারতের পুরুষ ফুটবল দল যখন অন্ধকারের চোরাগলিতে ঘুরপাক খাচ্ছে তখন জাতীয় পতাকা তুলে ধরার দায়িত্ব নিয়ে নিয়েছে মহিলা দল (Indian Female Football Team)। র্যাঙ্কিংয়ে অনেকটাই এগিয়ে থাকা থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে এশিয়া কাপে যোগ্যতা অর্জন করে ফেলল ক্রিসপিন ছেত্রীর ছাত্রীরা।
থাইল্যান্ডের বিরুদ্ধে নামার আগে মঙ্গোলিয়া, তেমুর লেস্তে ও ইরাকের বিরুদ্ধে সব মিলিয়ে ২২ গোল করেছিল ভারত।
কিন্তু এদিনের প্রতিপক্ষ থাইল্যান্ড ছিল খাতায়-কলমে ব্লু টাইগ্রেসদের থেকে অনেকটাই এগিয়ে। ভারতের ফিফা র্যাঙ্কিং ৭০, যেখানে থাইল্যান্ড রয়েছে ৪৬ নম্বরে।
এদিন আক্রমণাত্মক মনোভাব নিয়েই ম্যাচ শুরু করে দুই দল। ওমেন ইন ব্লুজের জয়ে এদিন বড় ভূমিকা রেখেছেন বাংলার সঙ্গীতা বাসফোর। তাঁর করা গোলেই ২৯ মিনিটে এগিয়ে যায় ভারত। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় উইমেন ইন ব্লুজ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য সমতায় ফেরে থাইল্যান্ড। কিন্তু ফের ভারতের রক্ষাকর্তা হয়ে দাঁড়ান সঙ্গীতা। ৭৩ মিনিটে ফের তিনি গোল করে দলকে এগিয়ে দেন ২-১ ব্যবধানে। এরপর কোন দলই আর গোল করতে পারেনি। ২-১ গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপের টিকিট পাকা করে ফেলল ভারত।