নেইমার এবং মেসি
শেষ আপডেট: 28 February 2025 11:53
দ্য ওয়াল ব্যুরো: ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় (Barcelona) একসঙ্গে খেলেছেন লিওনেল মেসি (Lionel Messi) এবং নেইমার (Neymar Jr)। এই সময়েই নাকি নেইমার মেসিকে পেনাল্টি মারতে শিখিয়েছেন! এমনটা খোদ দাবি করেছেন ব্রাজিলিয়ান তারকা। নেইমারের কথায়, আগে মেসি এত ভাল পেনাল্টি মারতে পারতেন না। তাঁর শিখিয়ে দেওয়ার পরই নাকি তাঁর 'উন্নতি' হয়েছে।
বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানোর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নেইমার বার্সার ট্রেনিং গ্রাউন্ডের আলোচনা করেছেন। সেই আলোচনায় নেইমার বলেছেন, মেসিই একবার তাঁর কাছে জানতে চেয়েছিল যে তিনি এত ভাল পেনাল্টি কী করে মারেন। তারপরই ভাল পেনাল্টি মারার 'ট্রিক' তিনি মেসিকে শিখিয়েছিলেন। সাক্ষাৎকারে নেইমার বলেন, ''মেসিকে ভাল পেনাল্টি মারতে আমিই শিখিয়েছি। একবার ট্রেনিংয়ে মেসি আমাকে জিজ্ঞেস করেছিল আমি কীভাবে এত ভাল পেনাল্টি নিই। তখন আমি বললাম, 'তুমি পাগল? আমি যদি ভাল পেনাল্টি মারতে পারি, তুমিও তো পারবে।' তখন আমি ওঁকে শেখাই...''
বার্সেলোনায় মেসি এবং নেইমার ১৬১টি ম্যাচ খেলেছেন একসঙ্গে এবং তাঁদের মিলিত গোল কন্ট্রিবিউশন ৫৬টি। ২০১৪-১৫ সালে ক্লাবের 'ট্রেবেল' জয়ের অন্যতম কারিগরই এই দুজন। ২০১৭ সালে নেইমার বার্সেলোনা ছেড়ে পিএসজি-তে যোগ দেন। পরবর্তী কালে মেসিও সেই ক্লাবে গেছিলেন।
???????????????? Neymar: “I helped Messi take penalties! We were in training, he asked me… How do you take penalties like that?”.
— Fabrizio Romano (@FabrizioRomano) February 28, 2025
“I was like: Are you crazy? You’re Messi if I can do it, you can too. Then I taught him and he trained”, told Podpah. pic.twitter.com/6CBqy6bxVP
পরিসংখ্যান বলছে, বিশ্বের অন্যতম সেরা পেনাল্টি টেকার হিসেবে নাম উঠে আসবে নেইমারেরই। কারণ ক্লাব এবং দেশের ম্যাচ মিলিয়ে এখনও পর্যন্ত ৮৮টি পেনাল্টি মেরেছেন তিনি এবং মিস করেছেন মাত্র ১৮টি। আসলে পেনাল্টি মারার আগে কিছুটা থমকে যেতেন নেইমার। তাতে গোলকিপারও বুঝে উঠতে পারত না যে তিনি কোন দিকে বল মারবেন। এতেই সুবিধা পেতেন ব্রাজিলীয়। তবে ২০১০ সালে ফিফা এই ধরনের পেনাল্টি কিক নিষিদ্ধ করে দেয়।