Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ইংল্যান্ড সিরিজে চারখানা বিশ্বরেকর্ড ভাঙতে পারেন শুভমান, যার তিনটির মালিক ডন ব্র্যাডম্যান২৫ বছর পর আবার আসছে ‘কিউঁকি সাস ভি কভি বহু থি’, একতা কাপুর বললেন, 'এই শো তো শুধু আমাদের নয়'৪ অগস্ট শুনানি শুরু, রাজসাক্ষী হতে চেয়ে হাসিনার বিপদ বাড়ালেন সাবেক পুলিশ কর্তাওবিসি মামলায় জটিলতা অব্যাহত, আবেদনকারীদের সাধারণ ক্যাটাগরিতে ফর্ম ফিলাপের অনুমতি কোর্টেরমদ ছাড়লেন সলমন! প্রেসার চেম্বারে কী করছেন ভাইজান?হিমাচলে ধসের নীচে আটকে পাঁচ ঘণ্টা, সাক্ষাৎ মৃত্যুকে ছুঁয়ে অবশেষে মাটি খুঁড়ে বেরিয়ে এলেন তরুণীভিনরাজ্যে আটকে পড়া শ্রমিক ইস্যুতে মুখ্যসচিবকে দ্রুত পদক্ষেপের নির্দেশ হাইকোর্টেরপ্রশিক্ষণের সময় মাঝ আকাশে দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষ, কানাডায় মৃত্যু ভারতীয় তরুণেরখসখসে চুল, স্প্লিট এন্ডের সমস্যা? সমাধান লুকিয়ে আপনার রান্নাঘরেইঝকঝকে ছবি ওঠে এমন ক্যামেরা ফোন খুঁজছেন? ৩০ হাজার টাকার মধ্যেই পাবেন এগুলি
Lionel Messi - Neymar Jr

আমিই তো মেসিকে পেনাল্টি মারতে শিখিয়েছি: নেইমার

নেইমার বলেছেন, মেসিই একবার তাঁর কাছে জানতে চেয়েছিল যে তিনি এত ভাল পেনাল্টি কী করে মারেন। তারপরই ভাল পেনাল্টি মারার 'ট্রিক' তিনি মেসিকে শিখিয়েছিলেন।

আমিই তো মেসিকে পেনাল্টি মারতে শিখিয়েছি: নেইমার

নেইমার এবং মেসি

শেষ আপডেট: 28 February 2025 11:53

দ্য ওয়াল ব্যুরো: ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় (Barcelona) একসঙ্গে খেলেছেন লিওনেল মেসি (Lionel Messi) এবং নেইমার (Neymar Jr)। এই সময়েই নাকি নেইমার মেসিকে পেনাল্টি মারতে শিখিয়েছেন! এমনটা খোদ দাবি করেছেন ব্রাজিলিয়ান তারকা। নেইমারের কথায়, আগে মেসি এত ভাল পেনাল্টি মারতে পারতেন না। তাঁর শিখিয়ে দেওয়ার পরই নাকি তাঁর 'উন্নতি' হয়েছে। 

বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানোর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নেইমার বার্সার ট্রেনিং গ্রাউন্ডের আলোচনা করেছেন। সেই আলোচনায় নেইমার বলেছেন, মেসিই একবার তাঁর কাছে জানতে চেয়েছিল যে তিনি এত ভাল পেনাল্টি কী করে মারেন। তারপরই ভাল পেনাল্টি মারার 'ট্রিক' তিনি মেসিকে শিখিয়েছিলেন। সাক্ষাৎকারে নেইমার বলেন, ''মেসিকে ভাল পেনাল্টি মারতে আমিই শিখিয়েছি। একবার ট্রেনিংয়ে মেসি আমাকে জিজ্ঞেস করেছিল আমি কীভাবে এত ভাল পেনাল্টি নিই। তখন আমি বললাম, 'তুমি পাগল? আমি যদি ভাল পেনাল্টি মারতে পারি, তুমিও তো পারবে।' তখন আমি ওঁকে শেখাই...'' 

বার্সেলোনায় মেসি এবং নেইমার ১৬১টি ম্যাচ খেলেছেন একসঙ্গে এবং তাঁদের মিলিত গোল কন্ট্রিবিউশন ৫৬টি। ২০১৪-১৫ সালে ক্লাবের 'ট্রেবেল' জয়ের অন্যতম কারিগরই এই দুজন। ২০১৭ সালে নেইমার বার্সেলোনা ছেড়ে পিএসজি-তে যোগ দেন। পরবর্তী কালে মেসিও সেই ক্লাবে গেছিলেন। 

পরিসংখ্যান বলছে, বিশ্বের অন্যতম সেরা পেনাল্টি টেকার হিসেবে নাম উঠে আসবে নেইমারেরই। কারণ ক্লাব এবং দেশের ম্যাচ মিলিয়ে এখনও পর্যন্ত ৮৮টি পেনাল্টি মেরেছেন তিনি এবং মিস করেছেন মাত্র ১৮টি। আসলে পেনাল্টি মারার আগে কিছুটা থমকে যেতেন নেইমার। তাতে গোলকিপারও বুঝে উঠতে পারত না যে তিনি কোন দিকে বল মারবেন। এতেই সুবিধা পেতেন ব্রাজিলীয়। তবে ২০১০ সালে ফিফা এই ধরনের পেনাল্টি কিক নিষিদ্ধ করে দেয়। 


ভিডিও স্টোরি