Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
নবান্নে মমতা-ওমর বৈঠক, কাশ্মীরকে ঘিরে ‘ভালবাসা আর নিরাপত্তার’ বার্তা, দুর্গাপুজোয় আমন্ত্রণমতি নন্দীর ছোটগল্প আসলে মধ্যবিত্ত কেরানি চরিত্র ও তাদের বিবর্ণ জীবনের স্ফটিকস্বচ্ছ আয়নাসরকারি চাকরির নিয়োগে বড্ড দেরি, ৩০ দিনের মধ্যে পুলিশি যাচাই-সহ বাকি পরীক্ষার নির্দেশ নবান্নরবিজেপি নেত্রীর সঙ্গে রাতে গজলডোবায় হাওয়া খেতে গিয়েছিলেন তৃণমূল নেতা, ভাইরাল ভিডিওদিনের পর দিন ব্রেকফাস্টে ফাঁকি! এই ৫ অভ্যাস সময়ের আগেই ব্রেনের বয়স বাড়িয়ে দিচ্ছে, জানেন কি?'চিরসখা'য় একই বাড়িতে দুই সতীনের বাস, রান্না জমাতে প্রিয় ফোড়ন দিলেন লীনারুমকি-ঝুমকির জুটির আর নেই! প্রয়াত ঝুমকি রায়, শোকস্তব্ধ দেবশ্রীমেয়ের ইনসুলিনের টাকা ছিল না, ফেসবুক লাইভে কাঁদতে কাঁদতে নিজের মাথায় গুলি চালালেন হতভাগ্য বাবাসকালে চূড়ান্ত ব্যস্ততা, সময় বাঁচাতে ব্রেকফাস্টে রোজ স্মুদি খাচ্ছেন, শরীরের ক্ষতি করছেন না তো?এ বছর সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে আইএমডিবি-র লিস্টে পয়লা নম্বরে রয়েছে যে সিনেমা
Jamshedpur FC Live Updates

নজর কাড়লেন বিষ্ণু, সহজ সুযোগ মিস নন্দর! প্রথমার্ধ গোলশূন্য ইস্টবেঙ্গলের

বলটা নিয়ে বক্সের মধ্যে ঢুকেও আসেন নন্দকুমার।

নজর কাড়লেন বিষ্ণু, সহজ সুযোগ মিস নন্দর! প্রথমার্ধ গোলশূন্য ইস্টবেঙ্গলের

সুবর্ণ সুযোগ মিস করলেন নন্দকুমার শেখর

শেষ আপডেট: 21 December 2024 14:53

দ্য ওয়াল ব্যুরো : শনিবার (২১ ডিসেম্বর) জামশেদপুর এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ আয়োজন করা হয়েছে। তবে ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি।

তবে এই ম্যাচের প্রথম ৪৫ মিনিটে অবশ্যই ইস্টবেঙ্গল যথেষ্ট দাপট দেখাতে পেরেছে। তবে আলাদা করে পিভি বিষ্ণুর নাম উল্লেখ করতেই হবে। যত দিন যাচ্ছে লাল-হলুদের এই ফুটবলার ক্রমশ যেন ভরসার স্তম্ভ হয়ে উঠছেন। এই ম্যাচেও তাঁর প্লেয়িং টাইম অনেকটাই বেড়েছে। এমনকী, রক্ষণভাগেও তাঁকে বেশ কয়েকবার দেখতে পাওয়া গেল।

পাশাপাশি আরও একজনের কথা বলতে হবে। তিনি ক্লেইটন সিলভা। বেশ কয়েকবার আক্রমণের মুহূর্ত তৈরি করেছিলেন তিনি। তিনি যে ক্রমশ নিজের হারানো ফর্ম ফিরে পাচ্ছেন, তা বলাই বাহুল্য।

তবে এই ম্যাচের ৩৭ মিনিটে নন্দকুমার শেখর যে সুবর্ণ সুযোগ এসেছিল, সেটা গোটা ম্যাচে আর আসবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ক্লেইটনকে লক্ষ্য করে হাওয়ার বলটা ভাসিয়ে দিয়েছিলেন আনোয়ার। ক্লেইটন অসাধারণ দক্ষতায় বলটা নিজের নিয়ন্ত্রণে নেন। এরপর তিনি নন্দকুমারের দিকে থ্রু বল বাড়ালেন।

বলটা নিয়ে বক্সের মধ্যে ঢুকেও আসেন নন্দকুমার। বিপক্ষের গোলকিপার অ্যালবিনো গোমস একেবারে তাঁর সামনে ছিলেন। আর কেউ নয়। যেন পেনাল্টি শট পরিস্থিতি। এই জায়গায় যে কোনও দিকে নন্দ বলটা বাড়াতে পারতেন। তাহলেই নিশ্চিত গোলের ঠিকানা লেখা হয়ে যেত। কিন্তু, তিনি বলটা সোজা জামশেদপুর গোলকিপারের হাতে বাড়িয়ে দেন। শেষপর্যন্ত হতাশায় ভেঙে পড়েন নন্দ।

সম্প্রতি নন্দকুমারের ফর্মটা একেবারে ভাল যাচ্ছিল না। গত ১৩ ম্যাচে তিনি একটাও গোল করতে পারেননি। এই পরিস্থিতিতে ম্যাচের দ্বিতীয়ার্ধে কোন চমক অপেক্ষা করছে, তা অবশ্যই দেখতে হবে।


ভিডিও স্টোরি