Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
রুমকি-ঝুমকির জুটির আর নেই! প্রয়াত ঝুমকি রায়, শোকস্তব্ধ দেবশ্রীমেয়ের ইনসুলিনের টাকা ছিল না, ফেসবুক লাইভে কাঁদতে কাঁদতে নিজের মাথায় গুলি চালালেন হতভাগ্য বাবাসকালে চূড়ান্ত ব্যস্ততা, সময় বাঁচাতে ব্রেকফাস্টে রোজ স্মুদি খাচ্ছেন, শরীরের ক্ষতি করছেন না তো?এ বছর সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে আইএমডিবি-র লিস্টে পয়লা নম্বরে রয়েছে যে সিনেমাবিয়ের আগেই গর্ভবতী হন নেহা! এনিয়ে স্পষ্ট বললেন, 'সমস্যা কোথায়, আমি তো অঙ্গদকে ডেট করতাম'বিহারে ভোটার তালিকা সংশোধনীতে স্থগিতাদেশ নয়, আধার কার্ডকে মান্যতা দিল সুপ্রিম কোর্টজঙ্গলের পাশে গাড়ির মধ্যে মদের আসর, তৃণমূল নেতা ও বিজেপি নেত্রীকে হাতেনাতে ধরলেন স্থানীয়রাবিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! মিষ্টিতে ওষুধ মিশিয়ে প্রেমিকার গর্ভপাত করালেন ব্যক্তিবাবা হওয়ার মাত্র ২০ দিন পরই ডিউটিতে ফিরেছিলেন! যুদ্ধবিমান দুর্ঘটনা আর ফিরতে দিল না বাড়িতেইংল্যান্ড সিরিজে চারখানা বিশ্বরেকর্ড ভাঙতে পারেন শুভমান, যার তিনটির মালিক ডন ব্র্যাডম্যান
East Bengal Penalty Controversy

ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত ইস্টবেঙ্গল? রেফারিং নিয়ে প্রশ্ন লাল-হলুদ সমর্থকদের

এই ম্য়াচেও দেখানো হল জোড়া লাল কার্ড।

ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত ইস্টবেঙ্গল? রেফারিং নিয়ে প্রশ্ন লাল-হলুদ সমর্থকদের

ইস্টবেঙ্গল সমর্থকদের দাবি, তাঁদের দলকে ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে।

শেষ আপডেট: 29 November 2024 18:17

দ্য ওয়াল ব্যুরো : চলতি ইন্ডিয়ান সুপার লিগে প্রথম জয় ছিনিয়ে আনল ইস্টবেঙ্গল এফসি। শুক্রবার (২৯ নভেম্বর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তারা ১-০ গোলে জয়লাভ করেছে।

তবে এই ম্য়াচে রেফারিং নিয়েও সন্তুষ্ট নন ইস্টবেঙ্গল সমর্থকরা। তাঁদের দাবি, একটি ন্যায্য পেনাল্টি থেকে তাঁদের বঞ্চিত করেছেন ম্য়াচ রেফারি রাহুল কুমার গুপ্তা। কী হয়েছিল ঘটনাটি, আসুন জেনে নেওয়া যাক।

https://www.facebook.com/reel/559169743494681

ঘটনাটি ম্য়াচের ৬৭ মিনিটের। ইস্টবেঙ্গলের আক্রমণভাগকে নেতৃত্ব দিচ্ছিলেন পিভি বিষ্ণু। অন্যদিকে, ০-১ গোলে পিছিয়ে পড়ার কারণে সমতা ফেরানোর মরিয়া চেষ্টা চালাচ্ছিল নর্থ-ইস্ট। এমন সময় বক্সের মধ্যেই বিষ্ণুর জার্সি টেনে ধরেছিলেন ওরাম। সঙ্গে সঙ্গে পেনাল্টির জন্য রেফারির কাছে আবেদন করেন বিষ্ণু। এমনকী, গোটা সল্টলেক স্টেডিয়ামও গর্জন করে সেই আবেদনে সায় দিয়েছিলেন। যদিও শেষপর্যন্ত রেফারি সেকথায় কর্ণপাত করেননি। ব্যাপারটি নিয়ে ইতিমধ্যে জলঘোলা শুরু হয়েছে।

তবে এই ম্য়াচেও দেখানো হল জোড়া লাল কার্ড। প্রথমে ম্য়াচের ৭২ মিনিটে প্রথম লাল কার্ড দেখলেন নর্থ-ইস্ট ইউনাইটেডের ফুটবলার মহম্মদ আলি বেমামার। ৬৯ মিনিটে তিনি প্রথম হলুদ কার্ড দেখেছিলেন। এরপর বিষ্ণুকে হেভি চ্যালেঞ্জ করতে গিয়ে তিনি আরও একটা হলুদ কার্ড দেখলেন। আর সেইসঙ্গে তাঁকে মাঠ ছাড়তে হয়।

৮৭ মিনিটে লাল কার্ড দেখলেন ইস্টবেঙ্গলের ফুটবলার লালচুনুঙ্গাও। তিনিও জোড়া হলুদ কার্ডের শিকার হলেন। এরপর ১০ মিনিটেরও বেশি সময় দুটো দলকে দশজন মিলে খেলতে হয়। যদিও ম্য়াচের ফলাফলে কোনও প্রভাব পড়েনি।

প্রসঙ্গত, এই ম্য়াচের একমাত্র গোলটি করেছেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। ম্য়াচের ২৩ মিনিটে তাঁর হেড থেকেই লিড পেয়েছে ইস্টবেঙ্গল। তবে গোলটির ক্ষেত্রে অ্যাসিস্ট করলেন মাদিহ তালাল। তাঁর বাড়ানো ক্রসেই মাথা ঠেকিয়েছিলেন এই গ্রিক ফরোয়ার্ড।

পরের ম্য়াচে চেন্নাইন এফসি-র বিরুদ্ধে খেলতে হবে ইস্টবেঙ্গলকে। প্লে-অফে উঠতে গেলে প্রত্যেকটা ম্য়াচই আপাতত জিততে হবে লাল-হলুদ ব্রিগেডকে। সেই অসাধ্যসাধন অস্কার ব্রুজোঁ করতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।


ভিডিও স্টোরি