Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
রুমকি-ঝুমকির জুটির আর নেই! প্রয়াত ঝুমকি রায়, শোকস্তব্ধ দেবশ্রীমেয়ের ইনসুলিনের টাকা ছিল না, ফেসবুক লাইভে কাঁদতে কাঁদতে নিজের মাথায় গুলি চালালেন হতভাগ্য বাবাসকালে চূড়ান্ত ব্যস্ততা, সময় বাঁচাতে ব্রেকফাস্টে রোজ স্মুদি খাচ্ছেন, শরীরের ক্ষতি করছেন না তো?এ বছর সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে আইএমডিবি-র লিস্টে পয়লা নম্বরে রয়েছে যে সিনেমাবিয়ের আগেই গর্ভবতী হন নেহা! এনিয়ে স্পষ্ট বললেন, 'সমস্যা কোথায়, আমি তো অঙ্গদকে ডেট করতাম'বিহারে ভোটার তালিকা সংশোধনীতে স্থগিতাদেশ নয়, আধার কার্ডকে মান্যতা দিল সুপ্রিম কোর্টজঙ্গলের পাশে গাড়ির মধ্যে মদের আসর, তৃণমূল নেতা ও বিজেপি নেত্রীকে হাতেনাতে ধরলেন স্থানীয়রাবিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! মিষ্টিতে ওষুধ মিশিয়ে প্রেমিকার গর্ভপাত করালেন ব্যক্তিবাবা হওয়ার মাত্র ২০ দিন পরই ডিউটিতে ফিরেছিলেন! যুদ্ধবিমান দুর্ঘটনা আর ফিরতে দিল না বাড়িতেইংল্যান্ড সিরিজে চারখানা বিশ্বরেকর্ড ভাঙতে পারেন শুভমান, যার তিনটির মালিক ডন ব্র্যাডম্যান
East Bengal FC Loss

নিভল মশাল, হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের! ক্ষোভে ফুঁসছেন সমর্থকরা

এই ম্য়াচের পর ইস্টবেঙ্গল এফসি ১৬ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করে লিগ তালিকায় সেই ১১ নম্বরেই দাঁড়িয়ে থাকল।

নিভল মশাল, হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের! ক্ষোভে ফুঁসছেন সমর্থকরা

গোয়ার দূর্গ ভাঙতে পারল না ইস্টবেঙ্গল

শেষ আপডেট: 19 January 2025 15:59

দ্য ওয়াল ব্যুরো : সেই পুরনো রোগেই ফের আক্রান্ত ইস্টবেঙ্গল এফসি। ২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগে প্রথম তিন ম্যাচে হারের হ্যাটট্রিকের পর ইস্টবেঙ্গলের দায়িত্ব ছেড়েছিলেন 'প্রফেসার' কার্লেস কুয়াদ্রাত। আবারও অস্কার ব্রুজোঁর হাত ধরে সেই হারের হ্যাটট্রিকের মুখেই পড়লেন অস্কার ব্রুজোঁ। 

রবিবার (১৯ জানুয়ারি) এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। কিন্তু, এই ম্যাচে লাল-হলুদ ব্রিগেড ১-০ গোলে হেরে গেল। ম্যাচের একমাত্র গোলটি করেছেন ব্রাইসন। ১৩ মিনিটে কর্নার থেকে দুর্দান্ত একটা শট বাড়িয়েছিলেন ইস্টবেঙ্গলেরই প্রাক্তন ফুটবলার বোরহা হেরেরা। সেই শট সামান্য বাঁক নিয়ে বক্সের মধ্যে চলে আসে। 

ততক্ষণে ব্রিস্টন অবশ্য সঠিক জায়গায় নিজেকে প্রস্তুত করে ফেলেছেন ব্রিস্টন। এরপর সেই বলে নিখুঁতভাবে মাথা ছোঁয়ালেন তিনি। প্রভসুখনের উপর দিয়ে বলটা লাল-হলুদের জালে জড়িয়ে গেল। গিল অনেকটাই সামনে এগিয়ে আসার কারণে বলের নাগাল পাননি।

এই ম্যাচের পর ইস্টবেঙ্গল এফসি ১৬ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করে লিগ তালিকায় সেই ১১ নম্বরেই দাঁড়িয়ে থাকল। আশা ছিল, গোয়াকে হারিয়ে তারা প্রথম দশের মধ্যে ঢুকতে পারবে। কিন্তু, সমর্থকদের সেই আশা পূরণ হল না। পাশাপাশি প্লে-অফের রাস্তাও তাদের সামনে অনেকটাই সংকীর্ণ হয়ে গেল। 

অন্যদিকে, গোয়া এই ম্যাচটা জিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ১৬ ম্যাচে তাদের ঝুলিতে এসেছে ৩০ পয়েন্ট। যদিও লিগ তালিকায় শীর্ষে এখনও রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। তারা ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট সংগ্রহ করেছে। 


ভিডিও স্টোরি