Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
পচা খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ! শিব সেনা বিধায়কের মারধরের পর লাইসেন্স বাতিল ক্যান্টিনের'মমতার নামে দুর্নীতির মামলা নেই,' দিল্লিতে বৈঠক সেরে সাংবাদিকদের প্রশ্নে বললেন দিলীপহাসিনাকে নিয়ে বিবিসি'র রিপোর্ট অসত্য, বিকৃত, এআই দিয়ে তৈরি, দাবি আওয়ামী লিগেরগুজরাতে সেতু ভেঙে নদীতে পড়ল গাড়ি, মৃত বেড়ে ১১, শোকপ্রকাশ ইউনুসের'২১ জুলাই এখন শহিদ দিবস নয়, হয়ে উঠেছে পিকনিক দিবস,' কটাক্ষ অধীর চৌধুরীর২ বাংলায় কি একই সময় ভোট? বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথায় জল্পনা, ভালমন্দ নিয়ে চর্চা শুরু এবার ভারতে পরিষেবা দেবে মাস্কের স্টারলিঙ্ক! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেটকোচিং নয়, এবার কোর্টের ডাক! কর ফাঁকির অপরাধে কার্লো অ্যান্সেলোত্তিকে হাজতবাসের নির্দেশ ‘স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে চুপ থাকব?’, ডাক্তার নিগ্রহের অভিযোগ উঠতেই বিস্ফোরক কাঞ্চনরাজন্যার বিরুদ্ধে সরব বৈশালী, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দলকে কালিমালিপ্ত করছে’
Mohunbagan

দেবাশিসই সভাপতি, মোহনবাগানের সহ-সভাপতি হলেন কুণাল-সৌমিক

সোমাবার দুপুরে মোহনবাগান ক্লাবে অনুষ্ঠিত হয় কর্মসমিতির বৈঠক। বৈঠক থেকে মোহনবাগান সভাপতি হিসাবে দেবাশিস দত্তর নাম ঘোষণা করেন সৃঞ্জয় বসু। আর সভাপতি হিসাবে দেবাশিস দত্তর নাম মেনে নেন উপস্থিত সকল সদস্যই। 

দেবাশিসই সভাপতি, মোহনবাগানের সহ-সভাপতি হলেন কুণাল-সৌমিক

মোহনবাগান

শেষ আপডেট: 16 June 2025 11:45

দ্য ওয়াল ব্যুরো: এবার মোহনবাগানের নির্বাচন (Mohunbagan Election) নিয়ে কয়েক মাস আগে থেকে যে ধুন্ধুমার শুরু হয়েছিল, তা দেখে মনে হয়েছিল জল অনেকদূর গড়াবে। শেষ পর্যন্ত অবশ্য মধুরেণ সমাপয়েৎই হয়েছে। যুযুধান দুই প্রতিপক্ষ ক্লাব সমর্থকদের আবেগের বিষয়টি মাথায় রেখে এক হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও উদ্যোগী হয়েছিলেন সমস্যা মেটাতে। তাঁর দূত হয়ে মাঠে নেমেছিলেন অরূপ বিশ্বাস ও কুণাল ঘোষ। সব মিটে যাওয়ার পর গোষ্ঠ পাল সরণির ক্লাবে এখন বসন্তের আবহ।
নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর শনিবার বাগানের সচিব হয়েছেন সৃঞ্জয় বোস। সেদিন সচিব হিসাবে তাঁর নাম ঘোষণা করেছিলেন মোহনবাগান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়। সৃঞ্জয় দায়িত্ব নেওয়ার পর এদিন হলনতুন কর্মসমিতির প্রথম বৈঠক। আর সেখানেই ঘোষণা হল ক্লাবের নতুন সভাপতি ও সহ-সভাপতির নাম।

সোমাবার দুপুরে মোহনবাগান ক্লাবে অনুষ্ঠিত হয় কর্মসমিতির বৈঠক। বৈঠক থেকে মোহনবাগান সভাপতি হিসাবে দেবাশিস দত্তর নাম ঘোষণা করেন সৃঞ্জয় বসু। আর সভাপতি হিসাবে দেবাশিস দত্তর নাম মেনে নেন উপস্থিত সকল সদস্যই। 

পাশাপাশি একই বৈঠক থেকে মনোনীত করা হয়েছ সহ-সভাপতিদের। বাগানের সহ-সভাপতি পদে এবার দেখা যাবে সৌমিক বোস, মানস ভট্টাচার্য, উত্তমকুমার সাহা, কুণাল ঘোষ ও দেবাশিস মিত্রকে। পাশাপাশি এদিনের বৈঠকে জানানো হয়েছে প্রাক্তন সভাপতি টুটু বসুকে কোন পদ দেওয়া হবে, সেই নিয়ে আলোচনা পরে হবে।

এদিনের বৈঠকে সৃঞ্জয় বলেছেন, দেবাশিস দত্তকে সভাপতি হিসাবে মনোনীত করা হয়েছে। এবার আমরা দলকে আরও সাফল্য এনে দেওয়ার চেষ্টা করব। আমরা চাই ক্লাব আরও ট্রফি জিতুক। তবে মোহনবাগানের নতুন সচিবের মুখ থেকে আক্ষেপের সুরও শোনা গিয়েছে। সৃঞ্জয় বলেন, এখনও ইস্টবেঙ্গলের পক্ষ থেকে কোনও শুভেচ্ছা বার্তা পাননি তিনি। 

এদিন ক্লাব তাঁবুতে উপস্থিত হয়েছিলেন প্রচুর মোহনবাগান সমর্থক। তাঁদের প্রত্যেকের মুখেই তৃপ্তির হাসি। দুই পক্ষ এক হয়ে যাওয়ায় তাঁদের আনন্দ আর ধরছিল না। এক খুদে সমর্থক তো ড্রাম নিয়ে হাজির। জানাল, দেবাশিস দত্তকেই সভাপতি হিসাবে বরণ করে নিতেই তার এই উদ্যোগ।


ভিডিও স্টোরি