Date : 13th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'মহেশতলার পরিস্থিতি খারাপ, মানুষের নিরাপত্তা দিতে হবে', দ্রুত শুনানির আর্জি শুভেন্দুরবেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে কলকাতা টাইগার্স হারলেও দল নিয়ে আশাবাদী কোচ ম্যাকোভেঙে পড়া বিমানের ব্ল্যাক বক্স এখনও উদ্ধার হয়নি, জানাল এয়ার ইন্ডিয়ামহিমা চৌধুরীর মেয়ে আরিয়ানার সৌন্দর্যে বিভোর নেটপাড়া, কেউ বলছেন, 'একেবারে মায়ের মতোই কিউট' ‘দ্য বেঙ্গল ফাইলস’ রিলিজ নিয়ে অনিশ্চয়তার দানা বাঁধছে! পরিচালক বললেন ‘লড়াই করব’অখিলের বিয়েতে নজর কাড়লেন নাগা-শোভিতা জুটি, নায়িকার ব্যাগের দাম নিয়ে চর্চা শুরু নেটপাড়ায়ইজরায়েলের ‘জাগ্রত সিংহ’ ইরানের পরমাণু কেন্দ্রে আঁচড় কাটতে ব্যর্থ হল কেন?বিধানসভায় নজিরবিহীন সিকিউরিটি চেকিং! মন্ত্রী থেকে বিধায়ক, গাড়ির বনেট, ডিকি খুলে তল্লাশিবিদ্যুতের বিল বাঁচাতে সৌরশক্তির ব্যবহার! আলিপুর মহিলা সংশোধনাগারে বড় উদ্যোগ১০ মিনিট দেরিতে পৌঁছনোয় মিস করেন ফ্লাইট! 'গণপতি বাপ্পা বাঁচিয়েছেন,' বলছেন তরুণী
Copa America 2024: Darwin Nunez clashed

উরুগুয়ের হার, কোপা সেমিফাইনালের পরে গ্যালারিতে হাতাহাতিতে জড়ালেন ডারউইন নুনেজ

বুধবার বিকেলে নর্থ ক্যারোলিনার শার্লটে ব্যাঙ্ক অফ আমেরিকা স্টেডিয়ামে উরুগুয়ে-কলম্বিয়া সেমিফাইনাল ম্যাচের পরে কার্যত সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন একাধিক ফুটবলার। সংঘর্ষ থামাতে মাঠে নামতে হয় পুলিশকে।

উরুগুয়ের হার, কোপা সেমিফাইনালের পরে গ্যালারিতে হাতাহাতিতে জড়ালেন ডারউইন নুনেজ

সমর্থকদের ক্ষোভের মুখে ডারউইন নুনেজ। বুধবার শার্লটে।

শেষ আপডেট: 11 July 2024 20:39

দ্য ওয়াল ব্যুরো: প্রথম সেমিফাইনালটা প্রত্যাশিতই ছিল। আর্জেন্তিনার মুখোমুখি ছিল কানাডা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আশি হাজার দর্শকের সামনে আলবিসেলেস্তেদের সামনে কার্যত কিছুই করতে পারেনি কানাডা। গোল করেছেন হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি নিজে। কিন্তু দ্বিতীয় সেমিফাইনালেই ইন্দ্রপতন। এবারের কোপা আমেরিকায় অন্যতম ফেভারিট যাদের ভাবা হচ্ছিল, সেই উরুগুয়েকে হারিয়ে দিয়েছে কলম্বিয়া। লুই সুয়ারেজ, ফেদেরিকো ভালভার্দে, ম্যাথিয়াস অলিভেরা, ডারউইন নুনেজের তারকাখচিত উরুগুয়ের হার দেখে কার্যত সাড়া পড়ে গিয়েছে লাতিন আমেরিকা থেকে কলকাতা, সর্বত্র।

কিন্তু ম্যাচের পরেও ভোগান্তি বাকি ছিল উরুগুয়ে ফুটবলারদের। বুধবার বিকেলে নর্থ ক্যারোলিনার শার্লটে ব্যাঙ্ক অফ আমেরিকা স্টেডিয়ামে কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়েন একাধিক ফুটবলার। সংঘর্ষ থামাতে মাঠে নামতে হয় পুলিশকে। 

একাধিক উরুগুয়ের সংবাদমাধ্যমের খবর, স্টেডিয়ামের যেখানে উরুগুয়ে ফুটবলারদের বন্ধু ও পরিজনরা বসেছিলেন, সেখানেই চড়াও হ'ন কলম্বিয়ার সমর্থকরা। হঠাৎ করেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। নিজেদের বন্ধু-পরিবারকে মারমুখী জনতার সামনে দেখে ঝটপট সেখানে চলে আসেন ডারউইন নুনেজ, হোসে মারিয়া গিমেনেজের মত তারকা ফুটবলাররা। এতে কলম্বিয়া ভক্তদের মধ্যে আগুনে ঘি পড়ে। সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, উরুগুয়ে অধিনায়ক গিমেনেজ নাকি অভিযোগ করেন, পর্যাপ্ত নিরাপত্তার কিছুই ছিল না সেখানে। অবশ্য গিমেনেজ সবাইকে দায়ী করেননি। বলেছেন, 'হয়ত কয়েকজনই এর জন্য দায়ী। হতে পারে, তারা একটু বেশিই মদ্যপান করেছিল, এদিকে জানত না কীভাবে মদ্যপান করা উচিত!' 

কলম্বিয়ার পাল্টা অভিযোগ, ঝামেলা শুরু করে উরুগুয়ে। বস্তুত, উরুগুয়ে কালকের ম্যাচে হারতে পারত, এমনটা কেউই ভাবেনি। অথচ দাঁতচাপা লড়াই চালিয়ে পুরোটা সময় মার্সেলো বিয়েলসার তারকাখচিত দলকে আটকে রাখে কলম্বিয়া। খেলার শেষে শুরু হয় বাদবিবাদ। কলম্বিয়া, উরুগুয়ে দুই দলেরই ফুটবলার, কর্মকর্তারা মাঠে নেমে ঝগড়ায় জড়িয়ে পড়েন। এতেই তেতে ওঠে গ্যালারি। ঘটনার পরে দেখা যায়, ছেলেকে জড়িয়ে ধরে রয়েছেন লিভারপুল তারকা নুনেজ। 

গোটা ঘটনার কড়া নিন্দা জানিয়েছে কনমেবল। জানানো হয়েছে, তদন্ত করে দেখা হবে। দোষী প্রমাণিত হলে কড়া শাস্তি হতে পারে। 


ভিডিও স্টোরি