ইতালি, ইংল্যান্ড, স্প্যানিশ বা ফরাসি ও জার্মান কোচদের দাপটে ব্রাজিলের চানক্যরা এখন পথ হারিয়েছেন। এবার স্বয়ং ব্রাজিলও তাদের প্রথা ভেঙে বিদেশি কোচের দিকেই ঝুঁকল।
কার্লো আনসেলত্তি
শেষ আপডেট: 13 May 2025 13:14
দ্য ওয়াল ব্যুরো: পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দেশ। সাম্বার তালে সবুজ গালিচায় যুগের পর যুগ ধরে ফুল ফুটিয়ে বিশ্ব ফুটবলকে মাতিয়ে রেখেছে ব্রাজিল। কিন্তু ২০০২ সালে সেই যে বিশ্ব চ্যাম্পিয়ন (2002 World Cup Champion) হল সেলেকাওরা, তারপর থেকেই ব্রাজিল ফুটবলের (Brazil Football) সূর্য অস্তমিত। এমনকি এরপর আর একবারও ফাইনালে উঠতে পারেনি লাতিন আমেরিকার এই ফুটবল পাগল দেশ।
তবে ব্যর্থতা ব্রাজিলের পিছু না ছাড়লেও, দেশীয় কোচেই (Domestic Coach) কিন্তু ভরসা রেখেছিল পেলের দেশ। একের পর এক প্রাক্তন ফুটবলারও কোচ হিসাবে এসেছেন, কিন্তু সাফল্য মেলেনি। ব্রাজিলের বিভিন্ন ক্লাব থেকে তিতে বা দারিভাল জুনিয়রদের মতো কোচদেরও জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছ, কিন্তু ফলাফল সেই একই।
আসলে ফুটবল মানচিত্র বলছে, বর্তমানে ব্রাজিলের কোচদের দাপট নেই বললেই চলে। ইতালি, ইংল্যান্ড, স্প্যানিশ বা ফরাসি ও জার্মান কোচদের দাপটে ব্রাজিলের চানক্যরা এখন পথ হারিয়েছেন। এবার স্বয়ং ব্রাজিলও তাদের প্রথা ভেঙে বিদেশি কোচের দিকেই ঝুঁকল।
অবশ্য প্রথম ইঙ্গিতটা এসেছিল ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের হতাশাজনক হারের পর থেকেই।গুঞ্জন চলছিল রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনসেলত্তির (Real Madrid Coach Carlo Ancelotti) হাতেই সঁপে দেওয়া হতে পারে সেলেকাও ফুটবলারদের দায়িত্ব (Brazil Coach)। এরপর গুঞ্জন বেড়েছে, কিন্তু আনচেলেত্তি রিয়াল সংসারেই থেকে গিয়েছেন। অবশেষে নানা উত্থান-পতন কাটিয়ে ব্রাজিল-আনসেলত্তি নাটকের যবনিকা পতন হল ভারতীয় সময় অনুয়ায়ী সোমবার রাতে।
সরকারি ভাবে ঘোষণা করা হল, ব্রাজিল ফুটবল দলের নতুন হেড স্যার হচ্ছেন কার্লো আনসেলত্তি। ক্লাব ফুটবলের এই মহাগুরু হাত ধরেই ব্রাজিল ঘোচাতে চাইছে দুই দশকের বেশি সময় ধরে বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ।
সাম্বার দেশের কোচ হিসাবে আনসেলত্তির চুক্তি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত (Up to 2026 World Cup)। আগামী মাসে বিশ্বকাপ বাছাই পর্বে পেরু ও ইকুয়েডরের বিপক্ষে খেলবে ব্রাজিল। ওই দুই ম্যাচে কোচের হটসিটে আনসেলেত্তিকেই দেখা যাবে। ব্রাজিল ফুটবল সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে, কোচ হিসাবে নির্ধারিত বেতন তো পাবেনই এই বিদগ্ধ ইতালিয়ান কোচ, পাশাপাশি আরও বেশ কিছু সুযোগ–সুবিধাও পাবেন তিনি।
১৪ মাসের জন্য দায়িত্ব নেওয়া আনসেলত্তিকে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (CBF) বেতন হিসাবে মাসে (Monthly Salary) প্রায় ৭ লক্ষ ডলার ($ 7 Lakhs) করে দেবে। বেতনের পাশাপাশি আনসেলত্তির জন্য থাকছে পারফরম্যান্স বোনাসও। যদি ব্রাজিল ২০২৬ বিশ্বকাপ জিততে পারে, তবে বেতনের পাশাপাশি বাড়তি প্রায় ৫৫ লক্ষ ডলার বোনাস পাবেন অভিজ্ঞ এই কোচ।
পাশাপশি জানা গিয়েছে, বেতন ও বোনাসের বাইরে আরও বেশ কিছু সুবিধা পাবেন আনসেলত্তি। স্যান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার পর আনসেলত্তি চলে আসবেন রিও ডি জেনেরিওতে। সেখানে তাঁকে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট দেওয়া হবে এবং এই অ্যাপার্টমেন্টের পুরো টাকাও পরিশোধ করবে ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ।
রিওতে আনসেলত্তি থাকলেও তাঁর পরিবার ও বন্ধুরা সবাই থাকেন ইউরোপে। এই দূরত্ব ঘোচানোর জন্য আনসেলত্তিকে আরও একটি বিশেষ সুবিধা দেওয়া হবে। সিবিএফের কাছ থেকে তিনি পাবেন বিদেশ ভ্রমণের জন্য একটি প্রাইভেট জেট। পাশাপাশি থাকবে আন্তর্জাতিক স্বাস্থ্য বিমা ও জীবন বিমার সুবিধাও।
এদিকে জানা গিয়েছে, আগামী মঙ্গলবার ব্রাজিলের কোচের দায়িত্ব গ্রহণের বিষয়ে আনসেলত্তি বিস্তারারিত জানাবেনরিয়াল-মায়োর্কা লিগ ম্যাচের আগে এই সাক্ষাৎকার দেবেন তিনি। এরপর আনুষ্ঠানিকভাবে ব্রাজিল দলের দায়িত্ব বুঝে নিতে ২৬ মে আনসেলত্তি ব্রাজিলে যাবেন বলে জানা গিয়েছে। দায়িত্ব নেওয়ার পর পেরু এবং ইকুয়েডর ম্যাচের জন্য বিশ্বকাপ বাছাইয়ের দলও ঘোষণা করবেন তিনি। এখন দেখার ৬৫ বছরের এই ইতালিয়ান কোচের হাত ধরে ব্রাজিল ফুটবলের সুদিন ফেরে কি না।