এআইএফএফ জুনিয়র লিগ ২০২৪-২৫-এর অনূর্ধ্ব-১৫ (AIFF U-15 Junior League) বিভাগে এদিন রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পসকে (Reliance Foundation Young Champs) উড়িয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। লাল-হলুদ জার্সিধারীরা জিতেছে ৬-৪ ব্যবধানে।
ইস্টবেঙ্গল ক্লাব
শেষ আপডেট: 16 May 2025 17:18
দ্য ওয়াল ব্যুরো: দাদাদের পারফরম্যান্স দেখে সমর্থকরা যখন হতাশায় ভুগছেন, তখন আশার আলো জাগাচ্ছে ছোটরা। অন্তত তারা এটা বোঝাতে পারছে যে, লাল-হলুদের ভবিষ্যত প্রজন্ম অন্তত ভক্তদের হতাশ করবে না।
টানা ব্যর্থতার পর এবার ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল (East Bengal)। ক্লাব কর্তা ও ইনভেস্টররা এবার সমর্থকদের মুখে হাসি ফোটাতে বদ্ধপরিকর। এর মধ্যেই টানা সাফল্য অর্জন করে চলেছে পদ্মা পাড়ের ক্লাবের বয়সভিত্তিক দলগুলি।
এআইএফএফ জুনিয়র লিগ ২০২৪-২৫-এর অনূর্ধ্ব-১৫ (AIFF U-15 Junior League) বিভাগে এদিন রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পসকে (Reliance Foundation Young Champs) উড়িয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। লাল-হলুদ জার্সিধারীরা জিতেছে ৬-৪ ব্যবধানে। ফাইনাল রাউন্ডের গ্রুপ ‘এ’র এই লড়াই অনুষ্ঠিত হয় জামশেদপুরের (Jamshedpur) ফ্লাটলেট গ্রাউন্ডে (Flatlet Ground)।
ম্যাচের শুরু থেকেই গোলের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ে দুই দলই। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ২১ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেয় শিশির সরকার। কিন্তু মাত্র দুই মিনিটের মধ্যে রিলায়েন্সকে সমতায় ফেরায় শুভ্রজিৎ প্রামাণিক। এরপর ৩৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেয় শুভ্রজিৎ। তবে এই লিড ধরে রেখে বিরতিতে যেতে পারেনি রিলায়েন্স। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+১) ফের গোল করে মশাল বাহিনীকে সমতায় ফেরায় শিশির।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ইস্টবেঙ্গল। ৫০ মিনিটে সুরজিৎ মাণ্ডি গোল করে দলকে এগিয়ে দেয়। টানটান ম্যাচের ৬৭ মিনিটে গোল করে রিলায়েন্সকে সমতায় ফেরায় আইমান বিলালপম। ৭৮ মিনিটে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করে ফের লাল-হলুদকে এগিয়ে দেয় শিশির। এরপর ৮৮ মিনিটে নিজের চতুর্থ গোলটি করে ইস্টবেঙ্গলের পক্ষে স্কোরলাইন ৫-৩ করে শিশির।
৭৯ মিনিটে রিলায়েন্সের হয়ে রাজবীর মণ্ডল গোল করে ব্যবধান কমালেও ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+৪) রমিত দাসের গোলে ম্যাচ ৬-৪ গোলে জিতে নেয় ইস্টবেঙ্গল।