শেষ আপডেট: 3rd September 2024 16:17
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষকরা সমাজ গড়ার কারিগর। শৈশব থেকেই যেকোনও মানুষকে পথ দেখান তাঁরা। বিপদ হোক বা সমস্যা, সমস্তকিছুর উত্তর বেশিরভাগ সময় তাঁরাই দিয়ে থাকেন। এই শিক্ষকদের গুরুদক্ষিণা কতোটা আজকাল দেওয়া যায় তা জানা নেই তবে তাঁদের খুশি তো করাই যায়। তাঁদের মুখের কোণে এক চিলতে হাসি ফোটাতে পারলেও শিক্ষার্থী বা পড়ুয়া হিসেবে জীবন সার্থক। শিক্ষকদের খুশি করার অভিনব উপহার নিয়ে এবার হাজির হয়েছে চাউম্যান। তাঁদের ট্রিবিউট দিতে এই রেস্তরাঁ দিচ্ছে ১৫% ছাড়। টিচার্স ডে-র দিন এই ছাড় পাওয়া যাবে চাউম্যানের সমস্ত আউটলেটে।
বাঙালিদের পাতে খাঁটি চিনা খাবারদাবার পরিবেশনের তাগিদে চাউম্যানের যাত্রা শুরু হয় কলকাতায়। পরে দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদেও আউটলেট খোলে এই রেস্তরাঁ। ৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার টিচার্স ডে'তে এই সব আউটলেটেই ডাইন-ইন অর্থাৎ বসে খেলে আই ডি প্রুফ দেখিয়ে শিক্ষকরা পেতে পারেন ১৫ % করে ছাড়।
শুধু ডাইন-ইনেই অফার থাকছে এমন নয়। কেউ যদি শিক্ষককে উপহার হিসেবে খাবার পাঠাতে চায়, তার জন্যও বিশেষ মিলের ব্যবস্থা করেছে এই রেস্তরাঁ। এই বিশেষ দিনে মিলের সঙ্গেই পাঠানো হবে টিচার্স ডে-র একটি কার্ডও। মিলটি অর্ডার করা যাবে রেস্তরাঁর কলকাতায় থাকা ২২টি আউটলেট, বেঙ্গালুরুর ৮টি আউটলেট, দিল্লির ৪টি ও হায়দরাবাদের ২টি আউটলেট থেকেই। অনলাইন অর্ডারে জন্য সুইগি, জ়োমাটো ও চাউম্যানের নিজস্ব অ্যাপটিও ব্যবহার করা যেতে পারে।
রেস্তরাঁয় গেলে এদের মাস্ট হ্যাভ ফুড প্রন পেপার সল্ট, বাটার গার্লিক ফিশ, স্টিমড চিকেন ইন এক্সটিক ভেজ, রামেন, ল্যাম্ব ও পর্কের বিভিন্ন ডিশ সঙ্গে ক্লাসিক ব্রাউনি, চকোলেট মুসের মতো মুখে জল আনা ডেসার্টস ট্রাই করতেই হবে। এখানে ২ জনের খাবারের জন্য ১১০০ টাকা+ট্যাক্স, খরচা হতে পারে।